শতাধিক কর্মসংস্থানের সুযোগ রাজ্যের স্বাস্থ্য দফতরে, রইল আবেদনের বিস্তারিত
উল্লেখযোগ্য তারিখগুলো জেনে নিন: আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি(রাত ৮টা পর্যন্ত)পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদন: ফেসিলিটি ম্যানেজার গ্রেড-থ্রি পদে ৮১৯ জন গ্রাজুয়েট তরুণ-তরুণী নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য ও কল্যাণ দফতর। মূল বেতন পে ব্যান্ড-৩ অনুযায়ী ৭১০০-৩৭৬০০, গ্রেড পে ৩৬০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতাও রয়েছে। প্রসঙ্গত, বিজ্ঞান বাণিজ্য বা কলা যেকোনও বিভাগের স্নাতকরা আবেদন করতে পারেন।
উল্লেখযোগ্য তারিখগুলো জেনে নিন: আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি(রাত ৮টা পর্যন্ত)পর্যন্ত।
শূন্যপদ: মোট আসন সংখ্যা ৮১৯টি। সংরক্ষিত ৪২৪টি।
আরও পড়ুন: রাজ্য পুলিসে ৮ হাজারের উপর শূন্যপদ, শিগগিরি জেনে নিন আবেদন পদ্ধতি
বয়সসীমা: আবেদনকারীর বয়সের উর্ধ্বসীমা ৩৯ বছর (১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী)। রাজ্যের সংরক্ষিত আসনের প্রার্থী এবং ভিন্নভাবে সংক্ষম প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: অফলাইনে আবেদন করা যাবে না, অনলাইনেই আবেদন করতে হবে। একের বেশি আবেদন পত্র জমা পড়লে আবেদন বাতিল করা হবে।
আবেদন ফি: আবেদন ফি ১৬০টাকা, জমা দিতে হবে অনলাইনে। রাজ্যের এসটি/এসসি প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।