মোবাইলেই মেছো বাজার, ঘরে বসেই অর্ডার করুন রুই-কাতলা-ইলিশ

মাছবাজারকে বিপণনমুখী করতে তুলতে রাজ্য মত্‍স্য দফতরের নয়া উদ্যোগ। অ্যাপস ডাউনলোড করে অর্ডার দিলেই বাড়িতে মিলবে টাটকা মাছ। মিলবে শুঁটকি মাছ। আঁশ ছাড়ানো পিস করা মাছ। রান্না করা মাছও মিলবে অর্ডার দিলে।

Updated By: Nov 22, 2017, 08:30 PM IST
মোবাইলেই মেছো বাজার, ঘরে বসেই অর্ডার করুন রুই-কাতলা-ইলিশ

নিজস্ব প্রতিবেদন: মাছ ছাড়ানোর ঝক্কি নেই। চাইলে রান্না করা মাছও পৌঁছে যাবে ঘরে। বাজারে ঘুরে  মাছ কেনার ঝক্কি কমাতে  নতুন অ্যাপস আনতে চলেছে রাজ্য মত্‍স্য দফতর। অ্যাপস ডাউন লোড করে অর্ডার দিলেই বাড়িতে পৌছে যাবে পাবদা, পারশে, গলদা, রুই।

ভাতে মাছে বাঙালি। বাংলার ঘরে ঘরে মাছের কদর বরাবরই। দিন বদলের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে বাজারের চরিত্র। এখন আর বাজারে গিয়ে জিনিস কিনতে হয় না। পরিবর্তে তৈরি হয়ে গিয়েছে ডিজিটাল মার্কেট। অনলাইনে জিনিস কেনার চাহিদা বাড়ছে। তাই অ্যাপসেও মাছ পেতে ক্ষতি কী?

মাছবাজারকে বিপণনমুখী করতে তুলতে রাজ্য মত্‍স্য দফতরের নয়া উদ্যোগ। অ্যাপস ডাউনলোড করে অর্ডার দিলেই বাড়িতে মিলবে টাটকা মাছ। মিলবে শুঁটকি মাছ। আঁশ ছাড়ানো পিস করা মাছ। রান্না করা মাছও মিলবে অর্ডার দিলে।

আরও পড়ুন- থানার ভেতরেই আটকের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

এক নজরে জেনে নেওয়া যা অ্যাপসে মাছের বাজারে দর কেমন?

রুই(কেজি) ৩২০ টাকা

কাতলা(কেজি)৩৭৩ টাকা

বাটা(কেজি)২০৫টাকা

পারশে(কেজি)৫৩০টাকা

মৌরলা(কেজি)৩৭৩ টাকা

পাবদা(কেজি)৬৩৫ টাকা

বাগদা(কেজি)৭৪০ টাকা

আরও পড়ুন- বাংলাদেশের ছকে ভারতেও ব্লগার খুনের পরিকল্পনা বানচাল, জঙ্গিদের কবুলনামায় চাঞ্চল্য

টাকা দিতে পারবেন ক্যাস অন ডেলিভারি সিস্টেমে অথবা নেট ব্যাঙ্কিং সিস্টেমেও। জানুয়ারি মাসের শুরু থেকেই মাছপ্রেমি বাঙালির হাতে আসতে চলেছে এই নয়া অ্যাপস। এবার হয়ত সকাল হলেই থলে হাতে মাছের বাজারে দেখা যাবে না আম বাঙালিকে। কী বলেন?

.