West Bengal Election 2021: ভোটের আগে অশুভ শক্তির বিনাশ চেয়ে তারাপীঠে Mamata-Locket

তারাপীঠে একইদিনে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। 

Updated By: Apr 24, 2021, 06:22 PM IST
West Bengal Election 2021: ভোটের আগে অশুভ শক্তির বিনাশ চেয়ে তারাপীঠে Mamata-Locket

নিজস্ব প্রতিবেদন: বীরভূমে ভোটগ্রহণ ২৯ এপ্রিল। তার আগে ওই জেলায় সভা করতে গিয়ে তারাপীঠের মন্দিরে গেলেন দুই যুযুধান শিবিরের নেত্রী। প্রচারের ব্যস্ততার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় 'মা তারা'র পুজো দিলেন। তার আগে দর্শন করেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

শনিবার বোলপুরে অনুব্রত মণ্ডলকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের পর তারাপীঠে পুজো দিতে যান তিনি। কড়া নিরাপত্তার মাঝেও তৃণমূল নেত্রীকে দেখতে মন্দির চত্বরে ভিড় জমে। হলুদ শাড়ি, আলতা, সিঁদুর ও মিষ্টি নিয়ে যাবতীয় আচার মেনে পুজো দেন মমতা। অঞ্জলিও দিয়েছেন। পুজো শেষে দক্ষিণা দেন পূজারীকে।

ফেসবুকে মমতা লিখেছেন,''বাংলার প্রতিটি মানুষের মঙ্গল কামনায় আজ তারাপীঠে মায়ের কাছে প্রার্থনা করলাম। মায়ের আশীর্বাদে সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার, জরামুক্ত হয়ে উঠুক ধরণী। বাংলায় সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির বুনিয়াদ, বিনাশ হোক সকল অশুভ শক্তির। বাংলার অঙ্গনে জ্বলে উঠুক শান্তি ও সম্প্রীতির মঙ্গলদীপ। ঘরে ঘরে বিরাজ করুক অপার শান্তি।''

 

বাংলার প্রতিটি মানুষের মঙ্গল কামনায় আজ তারাপীঠে মায়ের কাছে প্রার্থনা করলাম। মায়ের আশীর্বাদে সুরক্ষিত থাকুক প্রতিটি...

Posted by Mamata Banerjee on Saturday, 24 April 2021

মমতা যাওয়ার আগে তারাপীঠে গিয়ে পুজো দিয়ে এসেছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়য়। তাঁর কথায়,''বীরভূমে আসলেই মায়ের পুজো দিই।''

 

 

আজ তারাপীঠে মায়ের দর্শন 

Posted by Locket Chatterjee on Saturday, 24 April 2021

বাংলার ভোটে বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির-দর্শন রাজনীতিরও অনুপ্রবেশ ঘটেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। 

আরও পড়ুন- WB Assembly Election 2021: গুন্ডাভাই, ২ মে-র পর তুমি থাকবে জেলে, বাইরে থেকে তোমাকে নমস্কার করব, বোলপুরে অনুব্রতকে হুঁশিয়ারি স্মৃতির

 

.