West Bengal Election 2021: সকাল ৯টা পর্যন্ত ১৫ শতাংশের বেশি ভোটদান, টুইটে আবেদন Mamata-Modi-র

সকালে ভোট দেন নন্দীগ্রামের বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

Updated By: Apr 1, 2021, 09:57 AM IST
West Bengal Election 2021: সকাল ৯টা পর্যন্ত ১৫ শতাংশের বেশি ভোটদান, টুইটে আবেদন Mamata-Modi-র

নিজস্ব প্রতিবেদন: প্রথম দফায় ৮০ শতাংশের বেশি ভোট পড়েছিল। দ্বিতীয় দফাতেও ভোটদানে উৎসাহের কমতি নেই বাংলাবাসীর। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল  ১৫.৭২%। 

রাজ্যের ৪ জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে- 
          
বাঁকুড়া - ১৬.০৯%
পশ্চিম মেদিনীপুর- ১৭.২৩%
পূর্ব মেদিনীপুর- ১৬.৯৪%
দক্ষিণ ২৪ পরগনা - ৮.৭৫%

বৃহস্পতিবার সকালে বাংলার জনগণের কাছে রেকর্ড ভোটদানের আর্জি করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বাংলায় টুইট করেন,'বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।'

আজ ভোটগ্রহণ চলছে নন্দীগ্রামে। ওই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

এ দিন সকালে ভোট দেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটদানের পর শুভেন্দু বলেন,'এই বুথে ১০০ পার করতে পারবেন না বেগম।'   

আরও পড়ুন- West Bengal Election 2021: কৈলাসপুত্র Akash-র মানহানির মামলায় Abhishek-কে হাজিরার সমন ভোপাল আদালতের

.