West Bengal Election 2021: শীতলকুচি করার ইচ্ছে আছে? প্রতাপপুরে পুলিসের সামনে মাতব্বরি TMC নেতার

আউশগ্রামের প্রতাপপুরে বুথের ২০০ মিটারের জমায়েতের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা অরূপ মিদ্দার বিরুদ্ধে। 

Updated By: Apr 22, 2021, 11:09 AM IST
West Bengal Election 2021: শীতলকুচি করার ইচ্ছে আছে? প্রতাপপুরে পুলিসের সামনে মাতব্বরি TMC নেতার

নিজস্ব প্রতিবেদন: আউশগ্রামের প্রতাপপুরে বুথের বাইরে দায়িত্বপ্রাপ্ত পুলিস কর্মীর সঙ্গে বিতণ্ডায় জড়ালেন তৃণমূল (TMC) নেতা। রীতিমতো হুমকি দিয়ে ওই নেতাকে বলতে শোনা গেল,'ইলেকশন দেখাচ্ছেন নাকি? তিন দিন পর আমার সরকার আসবে। চ্যালেঞ্জ করছি দেখে নেব। দেখব আপনি কত বড় অফিসার, আমি কত বড় নেতা!'  

আউশগ্রামের প্রতাপপুর ডাঙ্গাপাড়া হাইস্কুলের বুথের ২০০ মিটারের জমায়েতের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা অরূপ মিদ্দার বিরুদ্ধে। ওই জমায়েত সরানোর নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত পুলিস কর্মী। তাঁর বচসায় জড়ান অরূপ। তেড়ে গিয়ে বলতে থাকেন,'আমার সরকার আসবে। দেখব আপনি কত বড় অফিসার, আমি কত বড় নেতা! ভোট তো উৎসব। সবাইকে ভাগিয়ে দিচ্ছেন। এরকম করছেন কেন?' তখন ওই পুলিস কর্মী তাঁকে জানান,'ভোট দেওয়া হয়ে গিয়েছে আপনি চলে যান।' তার পর অরূপ মিদ্দা মেজাজ সপ্তমে তুলে বলেন,'শীতলকুচি করার ইচ্ছে আছে? আমাদের গ্রামে ভোট মানে উৎসব। বাড়িতে লোক এসেছে। চা খাবে। ভাত খাবে। আমি ভারতের নাগরিক। মৌলিক অধিকার রয়েছে। খর্ব করবেন নাকি? খুব সাবধান। চমকাবেন, ধমকাবেন না।'

তবে শান্ত মাথায় পরিস্থিতি সামাল দিয়েছেন ওই পুলিস কর্মী। ওই অফিসার বলেছেন,'আপনি এসব বলছেন কেন? ভোট দেওয়া হয়ে গিয়েছে এখানে কী করছেন?' 

গোটা ঘটনায় অরূপ মিদ্দার সাফাই,'আমাদের ছেলেরা ২০০ মিটারের বাইরে রয়েছে। ভোট তো উৎসব। সেই উৎসব দেখতে সবাই চলে এসেছে। গ্রামকে গ্রাম ভোট দেখতে আসে। বরাবর এখানে এটা ট্র্যাডিশন। এরা মানুষের সঙ্গে গরু, ছাগলের মতো ব্যবহার করছে। মানুষকে ভয় দেখাচ্ছে, যাতে মানুষ ভোট দিতে না পারে।'

ওই পুলিস কর্মী জানান,'বুথের ২০০ মিটারের মধ্যে দোকান বন্ধ করতে বলেছিলাম। জমায়েত হচ্ছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।'  

আরও পড়ুন- WB Assembly Election 2021: চোপড়ায় রাতভর তাণ্ডব বাইক বাহিনীর; চলল গুলি, আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসী

.