West Bengal Election 2021: আমরা বন্দুকের যুদ্ধ করব বলেছিলাম, পঞ্চমবারে সায় দিয়েছিলেন, বিস্ফোরক Sisir

মমতার (Mamata Banerjee) অভিযোগ নিয়ে 'আপনার রায় WITH অঞ্জন' অনুষ্ঠানে মুখ খুললেন শিশির অধিকারী (Sisir Adhikari) ।  

Updated By: Mar 29, 2021, 09:26 PM IST
West Bengal Election 2021: আমরা বন্দুকের যুদ্ধ করব বলেছিলাম, পঞ্চমবারে সায় দিয়েছিলেন, বিস্ফোরক Sisir

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে পুলিস ঢুকিয়েছিল কারা? কী ভূমিকা ছিল 'বাপ-ব্যাটা'র? 'আপনার রায় WITH অঞ্জন' (Apnar Raay WITH Anjan)অনুষ্ঠানে এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে সব প্রশ্নের জবাব দিলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দল ছাড়ার পর মারার চক্রান্ত হয়েছিল। এর পাশাপাশি সেদিন সিপিএমের বাহিনীর মোকাবিলায় স্থানীয়দের যুদ্ধের জন্য তৈরি করেছিলেন বলেও দাবি করলেন শিশির (Sisir Adhikari)। 

রবিবার রেয়াপাড়ার সভায় তৃণমূল নেত্রী (TMC Supremo) দাবি করেছেন,'এই বাপ-ব্যাটার পারমিশন ছাড়া সেদিন পুলিস নন্দীগ্রামে ঢুকতে পারত না।' এনিয়ে শিশির অধিকারীর প্রতিক্রিয়া জানতে চান এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিশির (Sisir Adhikari) এ দিন বলেন, 'উনি কী বলছেন! ওঁর কথায় উত্তর দেওয়া কঠিন। পাগল-ছাগল ছাড়া সারা ভারত জানে কার সঙ্গে সিপিএমের লড়াই হচ্ছিল! সরকার তৈরির পর লক্ষ্মণ শেঠকে নিয়ে গিয়েছিলেন বিধায়ক শিউলি সাহা। আজ বলছেন লক্ষ্মণ বাবা! সেই লক্ষ্মণ বাবা নাকি আমাদের সঙ্গে? সেই লক্ষ্মণ, কুলক্ষ্মণ কোথায় আছে জানি না! অত খবর রাখি না। উনি তো ওকে নিতে চেয়েছিলেন। ওঁর হাতে লেখা দরখাস্ত কপি আছে। খালি আমাদের জন্যে নিতে পারেননি। নইলে প্রথম দিনেই নিয়ে নিতেন। খারাপ লাগবে শুনতে গাঁয়ে-গঞ্জে লোকে বলে, উনি পলিটিক্যাল জুয়াচোর। আপনি সত্যতা বের করুন। আমার পরিবারের বিরুদ্ধে ক'টা কেস? দেড়শোর বেশি কেস আছে। উনি বলছেন একটাও কেস নেই।'

মমতা বলতেন, লাশের পর লাশ হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাদের বডি চিড়ে ফেলে দেওয়া হচ্ছে। এটা কি সত্যি ছিল? Zee ২৪ ঘণ্টার এডিটরের প্রশ্নে শিশির (Sisir Adhikari) বলেন,'এগুলি তদন্ত করলে পাওয়া যাবে। তদন্ত হল না! পুরুলিয়া, বাঁকুড়া থেকে দার্জিলিং থেকে গুন্ডা, বদমাইশদের নিয়ে আসা হয়েছিল। যুদ্ধ করার জন্য খেজুরি ও নন্দীগ্রামের কয়েকটা ছেলেকে তৈরি করেছিলাম। সেই মানুষগুলিকে ওরা গুলি করে মেরেছে। ট্রাকে লাশ নিয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার কান্না দেখলে মাথা খারাপ হয়ে যাবে। উত্তরবঙ্গের কালো কালো চেহারার লোক এসেছিল। আমরা জানি কত দূর যেতে পারি। যুদ্ধ জিতেছি। আমি যখন বন্দুকের যুদ্ধ করব বলেছিলাম। চারবার অনুমতি দেননি। পঞ্চমবার সায় দিলেন।' 

আরও পড়ুন- WB assembly election 2021 : আক্রমণ করলেই দ্বিতীয় দফায় বাহিনীকে গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের

আপনাদের সঙ্গে বোঝাপড়া করে গুলি চালিয়েছিল? কী বলবেন? শিশিরের (Sisir Adhikari) কথায়,'বুদ্ধদেববাবুকে আমরা খেলিয়েছি। ওঁর প্রশাসনকে কীভাবে খেলাতে হয় আমরা বাপ ছেলে জানতাম। আমরা জানি কত দূর যেতে হয়। সেজন্য যুদ্ধ জিতেছি। সব জায়গায় হেরেছেন। আমি যখন বন্দুকের যুদ্ধ করব বলেছিলাম। চারবার বাধা দিয়েছিলেন মমতা। পঞ্চমবার সায় দিলেন।'

আপনারা তো পাওয়ারফুল ছিলেন? শিশিরের (Sisir Adhikari) জবাব, নিশ্চিতভাবে পাওয়ারফুল। আমাদের সঙ্গে মানুষ আছে। ১ তারিখে প্রমাণ দেব। আমরা ৬০ শতাংশ হলে দিদিমণি আড়াই পার্সেন্ট। এর বাইরে কোনও ক্যালকুলেশন নেই। এই সেই লিডার! কত মানুষের কাঁধের উপরে দাঁড়িয়ে সিঁড়ি করে উনি জিতেছেন। আমি ঘাঁটাতে চাই না। উনি ঘাঁটাতে চাইলে কঠিনভাবে ঘাঁটাব।'

আরও পড়ুন- West Bengal Election 2021: 'কুটিল চিত্রনাট্য', নন্দীগ্রামে Mamata-র 'বাপ-ব্যাটা'য় মুখ খুললেন Buddhadeb

.