West Bengal Election 2021: উনি আমায় বলেছেন তুমি শালা খুনির রাজা, অথচ আমি দু'বার দিদি বলি: Modi

গঙ্গারামপুরে তারিখ ধরে 'দিদির ভাষা' স্মরণ করিয়ে দিয়েছেন মোদী (Narendra Modi)।

Updated By: Apr 17, 2021, 05:08 PM IST
West Bengal Election 2021: উনি আমায় বলেছেন তুমি শালা খুনির রাজা, অথচ আমি দু'বার দিদি বলি: Modi

নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে কী কী শব্দবন্ধনীতে বিঁধেছেন, তা তারিখ ধরে উল্লেখ করলেন নরেন্দ্র মোদী। বোঝানোর চেষ্টা করলেন, তৃণমূল নেত্রীর 'ভাষা' বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। তাঁর কথায়, 'বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে লজ্জিত করছেন মমতা।'          

এ দিন গঙ্গারামপুরের সভায় নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন,'দুর্নীতির বিরুদ্ধে আপনাদের তরফে দিদিকে প্রশ্ন করি। দিদি কোনও উত্তর দেন না। আমায় গালি দেন। উনি বলেছেন, মোদীকে কান ধরিয়ে ওঠবোস করাব। আরে দিদি ও দিদি...আদরণীয় দিদি..আপনি বাংলার গরিব জনতাকে যারা লুঠ করেছে, সেই তোলাবাজদের কান ধরলে বা ভাইপোকে কান ধরে ওঠবোস করালে এই দিন দেখতে হতো না। মোদীকে গালি না দিলে দিদির সকাল ও বিকাল শুরু হয় না।'

তার পর তারিখ ধরে 'দিদির ভাষা' স্মরণ করিয়ে দিয়েছেন মোদী (Narendra Modi)। তিনি বলেন, 'আমায় কী কী গালি দিয়েছেন, তা দেশবাসীর কাছে বলতে চাই। বুদ্ধিজীবীরাও বিবেচনা করুন। ১৯ মার্চ দিদি বললেন, উনি মোদীর চেহারা দেখতে চান না। দেশের প্রধানমন্ত্রীকে দাঙ্গাবাজ, দুর্যোধন, দুঃশাসনের তুলনা করেছেন। ২০ মার্চ আমায় শ্রমিকদের হত্যাকারী ও দাঙ্গাবাজ বলেছেন। ২৪ মার্চ বলেছেন দেশের প্রধানমন্ত্রী মিথ্যেবাদী। ২৫ মার্চ যা বলেছেন, তা বলার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলার সংস্কৃতিবান মানুষ এটা শব্দ পছন্দ করবেন না। ২৫ মার্চ দেশের প্রধানমন্ত্রীকে উনি বলেছেন, তুমি শালা খুনির রাজা। তুমি সব টাকা লুঠে নিয়েছো। আমি ওকে দিদি ছাড়া কিছু বলি না। হ্যাঁ দুবার দিদি বলি বটে! ২৬ মার্চ দিদি বলেছেন, মোদীর দাড়ি বেড়ে যাচ্ছে। মোদীর মাথার স্ক্রু ঢিলে হয়ে গিয়েছে। এ কি ১০ বছরের মুখ্যমন্ত্রীকে শোভা পায়! ৪ এপ্রিল দিদি প্রচণ্ড রেগে গেলেন। ১২ এপ্রিল বললেন, যেখানে আমি যাই দাঙ্গা হয়। ১৩ এপ্রিল আমায় নির্বোধ বলেছেন। এই তালিকা আরও দীর্ঘ।'

নির্বাচনপর্বে বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের আবেদন করছেন,'বহিরাগতদের বাংলা দখল করতে দেব না। বাংলার সংস্কৃতির কিছু বোঝে না ওরা।' বাংলার সংস্কৃতি অস্ত্রেই দিদিকে পাল্টা দিয়েছেন মোদী। তাঁর কথায়,'দিদির গালি নিয়ে আমার কোনও সমস্যা নেই। দিদি যত গালি দেওয়ার দিন। তবে বাংলার মহান পরম্পরা ও বাংলার সংস্কৃতিকে দয়া করে ভুলবেন না। বাংলার সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে গর্ব করে দেশবাসী। বাংলা ও বাঙালিরা গোটা দুনিয়ায় ভারতকে গৌরবান্বিত করেছেন। দিদি শুধু মোদীকে অপমান করেননি, বাংলার সংস্কৃতি, মিষ্টিভাষা ও মহান সংস্কৃতিকে লজ্জিত করেছেন।'

আরও পড়ুন- West Bengal Assembly Election 2021: 'তিন দফার ভোট একদফায় করা হল না, মোদীর মিটিং ছিল বলে?'

.