ঠুকঠুকের দিন শেষ, এক ঘা মেরে ১৪ বছর পর দুরন্ত ফর্মে শীত

 আগামী কয়েকদিনও থাকবে একই পরিস্থিতি। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Jan 11, 2018, 09:56 AM IST
ঠুকঠুকের দিন শেষ, এক ঘা মেরে ১৪ বছর পর দুরন্ত ফর্মে শীত

ওয়েব ডেস্ক: শীতের এমন দাপুটে ফর্ম অনেকদিন পর দেখল রাজ্যবাসী। গত ১৪ বছরে এত খেল দেখায়নি শীত। অন্তত এমনটাই বলছে হাওয়া অফিস।সাত দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১২ ডিগ্রির নীচে। আগামী কয়েকদিনও থাকবে একই পরিস্থিতি। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: প্রকাশ্যে সিগারেট খেলেই জরিমানা দিল্লি পুলিসের

ঙ্গলবার একটু স্বস্তি মিললেও বুধবার ফের শুরু ঠাণ্ডার দাপট। তাপমাত্র কমলো খানিকটা। কলকাতায় তাপমাত্রা নেমে হল ১০.৯ ডিগ্রি।ঙ্গলবার একটু স্বস্তি মিললেও বুধবার ফের শুরু ঠাণ্ডার দাপট। তাপমাত্র কমলো খানিকটা। কলকাতায় তাপমাত্রা নেমে হল ১০.৯ ডিগ্রি।চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা বা পূর্ব ভারত নয়, জাঁকিয়ে শীত পড়েছে গোটা দেশেই। 

আরও পড়ুন: স্কুলের দুর্নীতি ফাঁসের 'অপরাধে' শিক্ষককে সপাটে চড়!

উষ্ণতার সঙ্গে দুর্দান্ত লড়াই চালিয়ে পারদকে চলতি সময়ের স্বাভাবিকের নীচে তো নামিয়েইছে, নিজেকে ফর্মে ধরেও রেখেছে শীত। মরশুমের শুরুতে শীতের ব্যাটে ছিল ঠুকঠুক, কিন্তু এখন তা লম্বা ইনিংস চালিয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। 

.