ফের বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের পূর্বাভাস

Updated By: Aug 26, 2017, 07:51 PM IST
ফের বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের পূর্বাভাস

ওয়েব ডেস্ক: ফের বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাত থেকে রাজ্যের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

বন্যার রেশ এখনও কাটেনি। কয়েকদিন আগে হওয়া অতিবৃষ্টির জেরে এখনও কিছু কিছু জায়গার মানুষ জলবন্দি। বৃহস্পতিবারই জানা গিয়েছিল মালদার বন্যা পরিস্থিতি কোনও উন্নতি হয়নি। ফুলহার নদীতে জল বাড়ার কারণে প্রশাসনিক কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় ১২ লক্ষ মানুষ। সেচ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, উত্তরবঙ্গের নদীগুলি জল ছাড়লে পরিস্থিতির আরও অবনতি হবে। এই অবস্থায় ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস চিন্তার কারণ হতে পারে।

রাঙামাটি চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ

.