দু-এক দিনেই কি নামবে তাপমাত্রা? শীতের পূর্বাভাস হাওয়া অফিসের

কার্তিক শেষের সঙ্গে সঙ্গেই হেমন্তের বিদায়? দরজায় কড়া নাড়ছে শীত? দু-এক দিনেই কি নামবে তাপমাত্রা? এমন অনেক প্রশ্ন আছে। হাওয়া অফিসের পূর্বাভাস কিন্তু শীতের পক্ষেই।

Updated By: Nov 20, 2017, 10:09 AM IST
দু-এক দিনেই কি নামবে তাপমাত্রা? শীতের পূর্বাভাস হাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন: কার্তিক শেষের সঙ্গে সঙ্গেই হেমন্তের বিদায়? দরজায় কড়া নাড়ছে শীত? দু-এক দিনেই কি নামবে তাপমাত্রা? এমন অনেক প্রশ্ন আছে। হাওয়া অফিসের পূর্বাভাস কিন্তু শীতের পক্ষেই।

আরও পড়ুন : সরকারি প্রকল্পে বিক্ষোভ, ভাঙচুর, আগুন, তিরবিদ্ধ পুলিস, দেখুন ভিডিও

নিম্নচাপ-ঘূর্ণাবর্ত কেটে গিয়ে আকাশ পরিষ্কার। বাতাসে জলীয় বাষ্পও আস্তে আস্তে উধাও। ফলে আর কোনও অসুবিধা নেই। এবার উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে। পশ্চিমি ঝঞ্ঝার পরিস্থিতিও অনুকূল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গল-বুধের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে আঠারো-উনিশ ডিগ্রি সেলসিয়াসে। এ তো গেল শহর কলকাতার কথা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর থেকেও নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গেও শীত প্রায় এসে গিয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ।

আরও পড়ুন : সরছে নিম্নচাপ, কাঁটা বিহীন শীতের আগমন

.