WB Assembly Election 2021: সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন, ভোট শান্তিপূর্ণই, জানালেন জুন মালিয়া

মন্দিরে পুজো দেওয়ার পর মাতালডাঙার বুথে যান জুন মালিয়া। সেখানে তিনি সাংবাদিকদের জানান, ‘‘আপাতত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ। 

Updated By: Mar 27, 2021, 11:49 AM IST
WB Assembly Election 2021: সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন, ভোট শান্তিপূর্ণই, জানালেন জুন মালিয়া
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। সকাল থেকেই ভোটের ময়দানে নেমে পড়েছেন মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী। শনিবার প্রথম দফার নির্বাচনে ভোট ৩০ আসনে। এর মধ্যে রয়েছে মেদিনীপুর কেন্দ্র। সেখানেই ভোট প্রক্রিয়ায় নজর রাখতে সকাল সকাল বেরিয়ে পড়েন জুন। প্রথমে মন্দিরে পুজো দেন। তারপর গুড়গুড়িতলার ভোট কেন্দ্রে যান জুন মালিয়া। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন নিজেই। 

মন্দিরে পুজো দেওয়ার পর মাতালডাঙার বুথে যান জুন মালিয়া। সেখানে তিনি সাংবাদিকদের জানান, ‘‘আপাতত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ। কোথাও তেমন বড় কোনও অশান্তির খবর নেই। বুথে আমাকে দেখলে আমার ভোটাররা উৎসাহিত হবেন। সেই কারণেই সকাল থেকে বেরিয়েছি। সাধারণ মানুষের উপর আমার আস্থা আছে।’’

আরও পড়ুন: 'ব্রিজ নয় তো ভোট নয়', ছাতনায় ভোট বয়কট গ্রামবাসীদের

জুন মালিয়াকে বহিরাগত প্রার্থী বলে প্রথম থেকেই তোপ দেগেছিল বিজেপি। জুন বলেছিলেন, তাঁর সঙ্গে মেদিনীপুরের দীর্ঘ সম্পর্ক। তিনি মহিষাদল রাজবাড়ির মেয়ে। সেই কারণেই তাঁকে মেদিনীপুরে বহিরাগত প্রার্থী বলা যাবে না।
সকাল থেকেই মোটের উপর এলাকার ভওট শান্তিপূর্ণ দেখে শালবনির দিকে রওনা দেন তৃণমূলের তারকা প্রার্থী।

.