যা করেছি খাদ্যমন্ত্রীর নির্দেশে! ২০১৫-র বনগাঁ পুরভোটে 'অশান্তি' নিয়ে বিস্ফোরক শঙ্কর আঢ্য

দেখুন, শঙ্কর আঢ্যর সেই বিস্ফোরক মন্তব্যের ভিডিও

Updated By: Nov 26, 2021, 12:13 PM IST
যা করেছি খাদ্যমন্ত্রীর নির্দেশে! ২০১৫-র বনগাঁ পুরভোটে 'অশান্তি' নিয়ে বিস্ফোরক শঙ্কর আঢ্য

নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরক শঙ্কর আঢ্য (Shankar Adhya)। ২০১৫-র বনগাঁ পুরভোট (Bongaon Municipality Election) নিয়ে ভুল স্বীকার করলেন বনগাঁ পুরসভার মুখ্য পুর প্রশাসক। তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে কার্যত অভিযোগের আঙুল তুললেন তিনি। যদিও এই ঘটনায় ভিন্নমত জেলা তৃণমূল নেতৃত্বের। 

সোমবার বনগাঁর একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন শঙ্কর আঢ্য (Shankar Adhya)। সেই কর্মসূচিতেই ২০১৫-র পুরভোটে নিয়ে ক্ষমা প্রার্থনা চান তিনি। কার্যত অভিযোগের আঙুল তোলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) দিকে।  তিনি বলেন, "২০১৫-র পুর নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেলা সভাপতির কাছে চোখের জল ফেলে বলেছিল পরাজয় হবেন। সেই কারণে আমরা হাইস্কুলে যা করেছিলাম তার জন্য মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী। জেলা সভাপতির নির্দেশে আমাদের করতে হয়েছিল।" শঙ্কর আঢ্যর (Shankar Adhya) এই বিস্ফোরক মন্তব্য স্বভাবতই অস্বস্তিতে ফেলেছে জেলা তৃণমূল নেতৃত্বকে। 

বনগাঁ (Bongaon) জেলা তৃণমূলের সভানেত্রী আলোরানি সরকার বলেন, "উনি ক্ষমা চেয়েছেন এটা ভাল ব্যাপার। তবে অন্য মানুষকে দোষারোপ করেছেন এটা ঠিক নয়।" ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল (TMC) কাউন্সিলর বলেন, "এই রকম কিছু হয়েছে বলে আমার জানান নেই। কমিশন ভোট করায়। তখন এমন কিছু হয়েছে বলে আমি জানি না।" শঙ্কর আঢ্যর (Shankar Adhya) মক্তব্যকে হাতিয়ার করে স্বভাবতই তৃণমূলের (TMC) বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপি (BJP) নেতা দেবদাস মণ্ডল বলেন, "২০১৫-তে ২২টা ওয়ার্ডে রিগিং করেছিল তৃণমূল। সেই রিগিংয়ের মাস্টার ছিলেন প্রাক্তন চেয়ারম্যান। তাই আগামী নির্বাচনে বনগাঁর (Bongaon) মানুষ বিজেপির (BJP) হাতে পুরসভা তুলে দেবে।"

আরও পড়ুন: Murshidabad: নতুন রূপে সেজে উঠবে মতিঝিল, দায়িত্ব হাতে নিল পর্যটন দফতর

আরও পড়ুন: Halisahar: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ওসি বদল; ফের পরপর চুরি বীজপুরে, আতঙ্কে ব্যবসায়ীরা

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.