WB Panchayat Election 2023: ভোট পরবর্তী হিংসা জগৎবল্লভপুরে, নির্দল প্রার্থীর আত্মীয়ের বাড়িতে আগুন
পুলিস সূত্রে খবর রবিবার ভোর পাঁচটা নাগাদ বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথের নির্দল প্রার্থী শেখ শফিকুল ইসলামের ভাইয়ের বাড়িতে আগুন লাগানো হয়। পুড়ে ছাই হয়ে যায় দুটি বাইক এবং বাড়ির আসবাবপত্র। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
দেবব্রত ঘোষ: ভোট পরবর্তী হিংসায় চাপা উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরে। রবিবার ভোরে নির্দল প্রার্থীর আত্মীয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হচ্ছে।
পুলিস সূত্রে খবর রবিবার ভোর পাঁচটা নাগাদ বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথের নির্দল প্রার্থী শেখ শফিকুল ইসলামের ভাইয়ের বাড়িতে আগুন লাগানো হয়। পুড়ে ছাই হয়ে যায় দুটি বাইক এবং বাড়ির আসবাবপত্র। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
আরও পড়ুন: Bengal Weather Today: দক্ষিণবঙ্গে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রার পরিবর্তন হবে না রাজ্যে
জগৎবল্লভপুরের পার্বতীপুর শেখপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম আগে তৃণমূল কংগ্রেসের সমর্থক থাকলেও গত বিধানসভা নির্বাচনের সময় এলাকায় আইএসএফ করতে শুরু করেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
এরপরই সে শাসকদলের চক্ষুশূল হয়ে ওঠেন। শফিকুলের অভিযোগ নিয়ামত আলী প্রাথমিক বিদ্যালয়ে রাত আটটা নাগাদ ভোট পর্ব শেষ হবার পর ব্যালট বক্স শোভারানী দেবী কলেজের ডিসিআরসি কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিবর্তে অন্য স্কুলে নিয়ে যাওয়ার কথা বলেন আধিকারিকরা। এর প্রতিবাদ করেন শফিকুল।
এরপর রাত বারোটা নাগাদ শফিকুল এবং তার বন্ধুরা খবর পান তাদের বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীরা হুমকি এবং গালিগালাজ করছে। ভয়ে ওই নির্দল প্রার্থী জগৎবল্লভপুর থানায় আশ্রয় নেন। পরে পুলিস আশ্বস্ত করায় গভীর রাতে সে নিরাপদ আশ্রয়ে ফেরেন।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: গাজোলের স্ট্রংরুমে ব্যালট বক্স বদল, গায়েব! ধর্নায় বিজেপি সাংসদ
রবিবার ভোর ৫টা নাগাদ তার বাড়ি থেকে ২৫ মিটার দূরে আত্মীয়ের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি বাইক এবং বাড়ির বেশ কিছু আসবাবপত্র। শফিকুলের অভিযোগ তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারণেই তৃণমূলের লোকেরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় তিনি আতঙ্কে রয়েছেন।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বড়গাছিয়া এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ জাফর মোল্লা বলেন তিনি ওই বাড়িতে সরজমিনে দেখতে গিয়েছিলেন। ওই পরিবারের অনেকেই তাদের সঙ্গে রাজনীতি করেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা এই কাজ করেনি।