WB Panchayat Election 2023: একই বুথে তৃণমূলের দুই প্রার্থী, বিভ্রান্ত ভোটাররা
তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন নিয়ে রয়েছে একজন প্রার্থী। অপরদিকে তৃণমূল সমর্থিত আম চিহ্ন নিয়ে রয়েছে আরও একজন প্রার্থী। একই বুথে তৃণমূলের দুই প্রার্থী থাকায় বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়েছে সাধারণ মানুষ।
বিমল বসু: একই বুথে তৃণমূলের দুই প্রার্থী ব্যানার পোস্টার ঘিরে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়েছেন এলাকার বাসিন্দারা। একটি ব্যানারে লেখা তৃণমূল সমর্থিত নির্দল আম চিহ্ন অন্য একটিতে জোড়া ফুল চিহ্ন।
তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন নিয়ে রয়েছে একজন প্রার্থী। অপরদিকে তৃণমূল সমর্থিত আম চিহ্ন নিয়ে রয়েছে আরও একজন প্রার্থী। একই বুথে তৃণমূলের দুই প্রার্থী থাকায় বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়েছে মিনাখাঁর বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের ছয়ানি ১০১ নম্বর বুথের সাধারণ মানুষেরা।
পঞ্চায়েত নির্বাচনে এই ১০১ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন নুরজাহান বিবি। অপরদিকে ওই একই বুথে তৃণমূলের সমর্থিত নির্দলের আম চিহ্ন নিয়ে প্রার্থী হয়েছেন তনুজা বিবি। একদিকে তৃণমূলের সমর্থিত নির্দল প্রার্থী অপরদিকে তৃণমূলের দলের প্রার্থীর ব্যানার নিয়ে রীতিমতো বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন এই ১০১ নম্বর বুথের সাধারণ মানুষেরা।
পঞ্চায়েত নির্বাচনের আগে এই ১০১ নম্বর বুথের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ব্যানার। একটি ব্যানারে লেখা আছে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মিনাখা বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের ছয়ানি ১০১ নম্বর বুথের তৃণমূল সমর্থিত নির্দলের প্রার্থী তনুজা বিবিকে আম চিহ্নে ভোট দিন।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: ভোটের ৪৮ ঘণ্টা আগেও উত্তপ্ত দিনহাটা! ভাংচুর, বোমাবাজি, চলল গুলিও
অপরদিকে ওই একই বুথে তৃণমূলের দলের ঘাস ফুলের ছবি দিয়ে প্রার্থী নুরজাহান বিবির পোস্টার লাগানো হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে একদিকে তৃণমূল সমর্থিত নির্দলের প্রার্থী অপরদিকে তৃণমূলের প্রার্থী এই নিয়ে রীতিমতো হতভম্ব হয়ে যাচ্ছেন এলাকার ভোটাররা। ভোটারদের দাবি তৃণমূল ক্ষমতায় আসার পর এলাকায় অনেক উন্নয়ন হয়েছে তারা তৃণমূলকেই ভোট দিতে চায় কিন্তু একই বুথে দুইজন তৃণমূলের প্রার্থী কাকে ভোট দেবেন সবাই তাই নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।