পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, খানাকুলের পর এবার তারকেশ্বরে খুন TMC কর্মী
তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, খুনের রাজনীতি করছে বিজেপি
নিজস্ব প্রতিবেদন: খানাকুলের নতিবপুরে এক তৃণমূল কর্মীর পর ভোট পরবর্তি হিংসায় প্রাণ গেল দলের আরও এক কর্মীর। এবার তারকেশ্বরের চৌতারায় বিজেপির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন গোপাল পাত্র নামে এক তৃণমূল কর্মী।
আরও পড়ুন- অক্সিজেনের ঘটতি মেটাতে স্বাস্থ্য দফতর জারি করল নতুন নির্দেশিকা
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্রে করে আজ বেলা দশটা নাগাদ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। গতকাল রাতেও একপ্রস্ত দুদলের মধ্যে সংঘর্ষ হয়। আজাকের সংঘর্ষে আহত হন ১০ জন। তার মধ্যে গোপাল পাত্রর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পাঠানো হয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন-অহিষ্ণুতার প্রতীক মমতা, নিহত BJP কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে মন্তব্য Nadda-র
দলের নিহত কর্মীকে দেখতে যান তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব(Dilip Yadav)। তিনি বলেন, খুনের রাজনীতি করছে বিজেপি। গতকাল খানাকুলে এক তৃণণূল কর্মীকে খুন করা হয়েছে। গোঘাট, আরামবাগ, পুরশুড়ায় আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। বলাগড়ে ২ তৃণমূল কর্মীকে ভোজালি মারা হয়েছে। এদের একজন পিজিতে(PG Hospital) ভর্তি। প্রশাসনকে বলব উপযুক্ত ব্যবস্থা নিতে। প্রসঙ্গত, ওই ঘটনায় ২ বিজেপি কর্মী শ্রীমন্ত মালিক, সাহেব মালিককে আটক করেছে তারকেশ্বর থানার পুলিস।