WB Assembly Election: প্রচারের সময়ে বিজেপি কর্মীদের ওপর হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
স্থানীয় বিজেপির কর্মীদের পক্ষ থেকে বেহালা থানার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং লিখিত অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন: বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। গতকাল বুড়োশিবতলা জনকল্যান সংঘের কাছে বিজেপি কর্মীরা ডিজিটাল মিডিয়ার গাড়ি নিয়ে প্রচার করছিল। এরপর মন্ডল সভাপতি দীপঙ্কর বনিক ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে অভিযোগ, সে সময় তাঁদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন। হামলাকারীর সকলেই তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির।
আরও পড়ুন: WB assembly election 2021: মুখ্যমন্ত্রীর পাড়ায় Babul Supriyo-কে প্রচারে 'বাধা', রিপোর্ট তলব কমিশনের
স্থানীয় বিজেপির কর্মীদের পক্ষ থেকে বেহালা থানার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং লিখিত অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে ১১ ৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তারক সিং বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলের পাল্টা দাবি তিনি জানান দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসা। সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। মারধরের কোন ঘটনা ঘটেনি। রাতে ঘটনাস্থলে পৌঁছন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী।