WB Assembly Election 2021: ভোটের সকালেই হাবরায় চাঞ্চল্য, ডোবা থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ
স্থানীয় মানুষজন জানান, বাইরে কোথায় মেরে ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: ভোট শুরু হতেই চাঞ্চল্য ছড়াল হাবরায়। শুকনো একটি ডোবা থেকে উদ্ধার হল একটি মৃতদেহ।
আরও পড়ুন-বুথ লাগোয়া তৃণমূলের কার্যালয়, জ্বলজ্বল করছে প্রার্থীর নাম, জি ২৪ ঘণ্টার খবরের জেরে ঢাকা হল ত্রিপলে
সকালে হাবরার(Habra) কৈপুকুর জমিদার গেট এলাকায় রাস্তার পাশে একটি ডোবায় ওই মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। দেহ একাধিক আঘাতের চিহ্ন রয়েছে অজ্ঞাত পরিচিতি ওই ব্যক্তির দেহে। তখনও রক্ত ঝরছে। ডোবার পাশে একজোড়া চটি পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিস এসে ওই দেহ উদ্ধার করে নিয়ে যায়। মাঝ বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন- ভোট শুরুর আগে রাতভর বোমাবাজি আমডাঙায়, আতঙ্কিত গ্রামবাসী
স্থানীয় মানুষজন জানান, বাইরে কোথায় মেরে ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। পিঠের দিক থেকে এখনও রক্ত পড়ছে। বয়স আন্দাজ ৫০-৫৫ হবে। সাদা জামা পরা ছিল। সকালে লোকজন ওই দেহ দেখতে পায়। রাত ১ নাগাদ হঠাৎ এ লোডশেডিং হয়ে যায়। নিভে যায় রাস্তার সব আলো।১৫ থেকে ২০ মিনিট এলো ছিলো না।এলাকার বাসিন্দা দের সন্দেহ ওই সময় ই দেহ ফেলার কাজ হয়েছে। প্রসঙ্গত, ওই ঘটনায় রিপোর্ট চেয়েছে কমিশন।