WB Assembly Election 2021: পরপর হুমকি, BJP কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আজ সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: কালনায় ভোট মিটতে না মিটতেই অশান্তি। বিজেপি কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃত বিজেপি কর্মীর নাম অখিল প্রামাণিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে মাঝে মধ্যেই অখিলকে হুমকি দিত তৃণমূল। এমনকি পঞ্চম দফায় ভোটেও হুমকির শিকার হন অখিল বাবু।
আজ সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। আত্মহত্যা নাকি খুন? ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও বিজেপি এবং মৃতের পরিবারের দাবি, আত্মহত্যা নয়, বিজেপি করার কারণেই অখিল প্রামানিককে খুন করেছে তৃণমূল।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু, কথা বলেন মৃতের পরিবারের সঙ্গে। পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। তবে খুনের অভিযোগ অস্বীরার করেছে তৃণমূল। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পাল্টা দাবি, অখিল প্রামানিক বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।