WB Assembly Election 2021: ভোটের মুখে ফের চা বাগানে তালা, কাজ হারালেন ৮ হাজার শ্রমিক

কী কারণে, কেন বন্ধ করা হল চাবাগান সেনিয়ে কোনও নোটিস দেয়নি কর্তৃপক্ষ। 

Updated By: Mar 10, 2021, 04:44 PM IST
WB Assembly Election 2021: ভোটের মুখে ফের চা বাগানে তালা, কাজ হারালেন ৮ হাজার শ্রমিক
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের চ্যাংমারি চা-বাগানে তালা। কাজ হারালেন প্রায় আট হাজার শ্রমিক। বুধবার সকালে নাগরাকাটা ব্লকের চাবাগানে কাজ করতে এসে শ্রমিকরা দেখেন কর্তৃপক্ষের কেউ নেই। গেটে তালা ঝুলছে। কী কারণে, কেন বন্ধ করা হল চাবাগান সেনিয়ে কোনও নোটিস দেয়নি কর্তৃপক্ষ। সর্দার থেকে চৌকিদার করে দেওয়া নিয়ে কয়েকদিন ধরেই অসন্তোষ দেখাচ্ছিলেন শ্রমিকরা। 

গতকালও আইএনটিটিইউসির নেতৃত্বে বিক্ষোভ চলে। শ্রমিকদের অনুমান সেকারণেই রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ। শ্রমিকরা জানিয়েছেন, চা বাগান কতৃপক্ষ অন্যায় করছে তাঁদের সঙ্গে। 

আরও পড়ুন: ঝড় ও শিলাবৃষ্টি ডুয়ার্সে, ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি বাড়ি

গতকালের আন্দলোনের পর রাতেই বাগান ছেরে চলে যায় চাবাগান কতৃপক্ষ, দাবি শ্রমিকদের। শ্রমিকদের আরও দাবি, তারা ন্যায্য দাবি করেছেন, কিন্তু চাবাগান কতৃপক্ষ চুপিসারে বাগান থেকে চলে যায়। এ দিন সকাল থেকে চা বাগানে গেটে বসে রয়েছেন শ্রমিকেরা।'

.