WB assembly election 2021: নন্দীগ্রামের রিপোর্টে আত্মবিশ্বাসী BJP, প্রার্থী Suvendu-ই

বিধানসভা ভোটে (WB assembly election 2021)) নন্দীগ্রামে প্রার্থী হতে চেয়ে বৈঠকে অনুরোধ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Updated By: Mar 6, 2021, 05:43 PM IST
WB assembly election 2021: নন্দীগ্রামের রিপোর্টে আত্মবিশ্বাসী BJP, প্রার্থী Suvendu-ই

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীই (Suvendu Adhikari)। সূত্রের খবর, বিধানসভা ভোটে (WB assembly election 2021) শিশিরপুত্রকে নন্দীগ্রামে প্রার্থী করার ব্যাপারে সম্মতি দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।   

সূত্রের খবর, বিজেপির (BJP) কোর কমিটির বৈঠকে বিধানসভা ভোটে (WB assembly election 2021)) নন্দীগ্রামে প্রার্থী হতে চেয়ে অনুরোধ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠকে তাঁকে সমর্থন জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি নেতৃত্ব মনে করছে, শুভেন্দুকে চ্যালেঞ্জ করতেই নিজের গড় ছেড়ে নন্দীগ্রামে গিয়েছেন মমতা। ফলে, শুভেন্দুকে প্রার্থী না করলে তৃণমূল বলতে পারে, হারার ভয়ে প্রার্থী হলেন না। এর পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে 'গ্রাউন্ড রিপোর্ট' গিয়েছে, মমতাকে (Mamata Banerjee) হারিয়ে দিতে পারেন শুভেন্দু (Suvendu Adhikari)। সবমিলিয়ে নন্দীগ্রামের সদ্য প্রাক্তন বিধায়ককে টিকিট দেওয়া ছাড়া উপায়ান্তর নেই কেন্দ্রীয় নেতৃত্বের। 

নন্দীগ্রামে একটি অভ্যন্তরীণ সমীক্ষা করেছে বিজেপি। আর ওই সমীক্ষায় ইতিবাচক রিপোর্ট এসেছে বলে খবর। সমীক্ষার অধিকাংশ মতদাতাই চান, শিল্প হোক। বিজেপি তাই মনে করছে, যে নন্দীগ্রামে কৃষি জমি রক্ষার আন্দোলন করেছিলেন মমতা, তাঁর শাসনের ১০ বছর অতিক্রান্ত হওয়ার পর মানুষ কাজ চাইছেন। তা নিশ্চিতভাবে তাদের পক্ষে ইতিবাচক বলেই ধারণা বিজেপি নেতৃত্বের। শোনা যাচ্ছে, নন্দীগ্রামে প্রচারে যেতে পারেন অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডা (JP Nadda)। এমনকি নরেন্দ্র মোদীও (Narendra Modi) সভা করতে পারেন।            

 

.