WB assembly election 2021: 'তাঁর হয়ে প্রচার করছেন না তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা', অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণের
যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ইংরেজ বাজারের ব্লক সভাপতি প্রতিভা সিং।
নিজস্ব প্রতিবেদন: ইংরেজবাজার বিধানসভার (WB assembly election 2021) তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শুরুও হয়েছে দেওয়াল লিখন। কিন্তু ইংরেজবাজার বিধানসভার একাংশ নেতৃত্ব প্রার্থীর হয়ে এখন ময়দানে নামেননি বলে অভিযোগ করলেন প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
তাঁর অভিযোগ বিজেপি নেতা শুভেন্দু অধিকারির বেশ কিছু অনুগামী ইংরেজবাজার বিধানসভার পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। সদস্যও আছেন অনেকেই। তাঁরা কৃষ্ণেন্দুবাবুর প্রার্থীপদ মেনে নিতে পারছেন না। ষড়যন্ত্র করছেন। এমনই গুরুতর অভিযোগ করলেন তিনি।
তিনি জানান, সমস্ত বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ইংরেজ বাজারের ব্লক সভাপতি প্রতিভা সিং। তিনি জানান কৃষ্ণেন্দুবাবু তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাঁর হয়ে ময়দানে ঝাঁপাতে হবেই। গতকাল কৃষ্ণেন্দুবাবুর সঙ্গে বৈঠক হয়েছে। বিভিন্ন অঞ্চল নেতৃত্ব থেকে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক শুরু করে রণকৌশল তৈরি করা হচ্ছে।