WB assembly election 2021: পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে পদযাত্রা মমতার
WB assembly election 2021: নির্বাচনকে সামনে রেখে আজ রাজ্য রাজনীতির সুপার সানডে।
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় যখন ব্রিগেডে সভা করবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেই সময় শিলিগুড়িতে মহিলাদের সঙ্গে হাঁটবেব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা করছেন তিনি। এদিন থেকে পুরোদমে নির্বাচনের প্রচার শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী।
দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী।সকাল ১১টা নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা।
BJP is looting people by regularly hiking LPG prices. Women have been hit the hardest & I’m disgusted at Centre’s lack of intent to cut taxes & lessen their burden. In protest, today I’ll be leading an all women michil at Siliguri.
REDUCE LPG PRICES NOW! #IndiaAgainstLPGLoot
— Mamata Banerjee (@MamataOfficial) March 7, 2021
গত মাসেও দেখা গিয়েছিল, মোদীর সভার সময় পদযাত্রা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। এবারও তার অন্যথা হল না। নির্বাচনকে সামনে রেখে আজ রাজ্য রাজনীতির সুপার সানডে।