WB assembly election 2021: রবিবার ইশতাহার ঘোষণা করেছে বিজেপি, মালবাজারে সোমবারই প্রচারের ঝাঁঝ বাড়াল বিজেপি
মহেশ মানুষের উদ্দেশ্যে বলেন, তাঁর প্রধান কাজই হবে মানুষের সেবা।
নিজস্ব প্রতিবেদন: মালবাজার মহকুমার ওদলাবাড়িতে বিশাল মিছিল করলেন বিজেপি প্রার্থী মহেশ বাগে। সোমবার দুপুরে প্রথমে ওদলাবাড়ি বিজেপির পার্টি অফিসে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। এরপর বিভিন্ন দোকানে দোকানে ঘুরে প্রচার চালান মহেশ বাগে এবং বিজেপি নেতা-কর্মীরা।
স্থানীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে, মহেশ এবার বিজেপির (bjp) প্রার্থী হওয়ায় মনোবল চাঙ্গা হয়েছে ওই অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থকদের। এদিন প্রচারে প্রচুর কর্মী-সমর্থককে দেখাও যায়। পথচলতি মানুষ, বিভিন্ন দোকান এবং বিভিন্ন বাড়ির সামনে ভোটপ্রচার সারেন মহেশ। এদিন তাঁর প্রচারমিছিলে যুবক এবং মহিলারা অধিক মাত্রায় ছিলেন বলে দাবি তাঁর।
ওদলাবাড়ি কৃষ্ণমন্দিরের মাঠে কর্মীদের নিয়ে একটা সভাও করেন মহেশ বাগে। কীভাবে প্রচারে নামতে হবে, কী ভাবে মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব অভিযোগ শুনতে হবে, কোন কোন এলাকায় প্রথমে প্রচার সারতে হবে-- এই সব নিয়েই এই সভা।
আরও পড়ুন: WB assembly election 2021: বিধায়কের বাগানে দীর্ঘদিনের জলসঙ্কট, ভোটের মুখে এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী
এদিন মহেশ সাংবাদিকদের বলেন, প্রচারে নেমে ভালই সাড়া পাচ্ছেন তিনি। ভোটে জিতে তাঁর প্রথম কর্তব্য হবে মানুষের অভাব-অভিযোগ মেটানো। বিজেপির ইশতাহারে (manifesto) বলা হয়েছে, মহিলাদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে। সেটাও তাঁরা প্রচার করছেন। পাশাপাশি ক্ষমতায় এসেই তাঁরা শ্রমিকদের মজুরি ৩৫০ টাকা করবেন।
মহেশ বলেন, প্রচারে মানুষ আমায় প্রশ্ন করেন, গত ১০ বছরে ভোটের (assembly election) পর বিধায়কদের আর গ্রামে বা চা-বাগানে দেখা যায়নি। মহেশের ক্ষেত্রেও কি তাই হবে? মহেশ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, তাঁর প্রধান কাজই হবে মানুষের সেবা করা। মানুষ যখনই ডাকবেন তখন তাঁদের পাশে তাঁকে পাবে।
এদিনের এই প্রচারে মহেশ বাগের সঙ্গে ছিলেন মাল ব্লকের বিজেপির সভাপতি রবি খালকো প্রমুখ।
আরও পড়ুন: WB assembly election 2021: প্রার্থী নিয়ে ক্ষুব্ধ কংগ্রেসকর্মী; দল জানাল প্রার্থীবাছাই নিয়ম মেনেই