WB assembly election 2021 : 'মাঝারি মাপের নেতারাই ব্ল্যাকমেল করছেন মুখ্যমন্ত্রীকে', অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

"দলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। রাজ্যস্তরে ছিল, এখন জেলাস্তরে পৌঁছে গিয়েছে।"

Updated By: Mar 25, 2021, 01:17 PM IST
WB assembly election 2021 : 'মাঝারি মাপের নেতারাই ব্ল্যাকমেল করছেন মুখ্যমন্ত্রীকে', অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ দিলীপের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : "তৃণমূলে এখন মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। বড় বড় সব নেতারা চলে গিয়েছেন। এখন রয়ে গিয়েছেন মাঝারি মাপের নেতারা। তাঁরাই ব্ল্যাকমেল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।" মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করছেন অনুব্রত মন্ডল (Anubrata Mandal)! ফিরহাদ হাকিমের (Firhad Hakim) এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন এভাবেই কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

আজ সকালে দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে প্রথমে হুডখোলা জিপে গোটা খড়্গপুর ভ্রমণ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপর খড়্গপুর স্টেশনে চা খান। এরপরে যান খড়্গপুর বাজারের একটি দোকানে। প্রসঙ্গত, গতকাল রাতে ওই দোকানে আগুন লেগেছিল। আজ সেখানে গিয়ে ওই দোকানদারের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি, সকালে বাজার করতে আসা মানুষজনদের সঙ্গেও দেখা করেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি। কুশল বিনিময় করেন তিনি।

আরও পড়ুন, WB assembly election 2021 : পাণ্ডবেশ্বরে বোমা ফেটে মৃত্যু TMC কর্মীর, 'খুনের চক্রান্তে'র অভিযোগ জিতেন্দ্রর

সেইসময়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "ওদের ভিতরের অবস্থা ভালো না। বড় বড় নেতারা, বিধায়করা পার্টি ছেড়ে চলে গিয়েছে। গন্ডগোল তো চলছেই। আর অনুব্রত (Anubrata Mondal) এখন ওদের সবচেয়ে বড় নেতা! বীরভূম ছাড়া অন্য কোথাও তো জেতার জায়গা দেখছেন না দিদি! দলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। রাজ্যস্তরে ছিল, এখন জেলাস্তরে পৌঁছে গিয়েছে। দিদিমনি এখন পার্টি সামলাবেন, না পা সামলাবেন, বুঝে উঠতে পারছেন না!"

প্রসঙ্গত, গতকাল এক কর্মীসভায় ফিরহাদ হাকিম (Firhad Hakim) দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ব্ল্যাকমেল করে নিজের পছন্দের প্রার্থী দিয়েছেন বীরভূমের জেলা সভাপতি। আর সে জন্যই নলহাটিতে টিকিট পাননি মইনুদ্দিন শামস। 

আরও পড়ুন, West Bengal Election 2021: Mamata-কে ব্ল্যাকমেল করেছেন Anubrata, বিস্ফোরক Firhad

WB assembly election 2021 : বারুইপুরে রাজনৈতিক সংঘর্ষে চরমে উত্তেজনা, মৃত ১, নিখোঁজ ৩ সহ আহত কমপক্ষে ১০

.