WB Assembly Election 2021: Dilip Ghosh-র উপরে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ, থানা ঘেরাও বিজেপি সমর্থকদের

শীতলকুচিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাল বিজেপি সমর্থকরা। খড়গপুরের ইন্দা, হুগলির খানাকুল, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় থানা ও রাস্তায় বিক্ষোভ দেখান হয়।

Updated By: Apr 8, 2021, 01:52 PM IST
WB Assembly Election 2021: Dilip Ghosh-র উপরে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ, থানা ঘেরাও বিজেপি সমর্থকদের

নিজস্ব প্রতিবেদন: শীতলকুচিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাল বিজেপি সমর্থকরা। খড়গপুরের ইন্দা, হুগলির খানাকুল, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় থানা ও রাস্তায় বিক্ষোভ দেখান হয়।

আরও পড়ুন-Bengal Election 2021: দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬, তৃণমূলের কাছে রিপোর্ট তলব কমিশনের

দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে আজ পুরুলিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি(BJP)। পুরুলিয়া জেলার বিভিন্ন থানার বাইরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের সমর্থকরা। পুরুলিয়া সদর থানার সামনে প্রতিবাদে সামিল হন বিজেপি নেতা-কর্মী সমর্থকেরা। থানার সামনেই বসে পড়েন তারা। অভিযোগ, বার বার রাজ্য সভাপতির উপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, বুধবার কোচবিহারের শীতলকুচির(Shitalkuchi) সভা থেকে ফেরার পথে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) উপর হামলার ঘটনা ঘটে। তার গাড়িতে বোমা ও পাথর ছোড়ার ঘটনা ঘটে । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি।

উত্তরবঙ্গে দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার বিজেপি নেতা,কর্মী ও সমর্থকেরা। তাঁদের দাবি, দিকে দিকে বিজেপি আক্রান্ত হচ্ছে। অথচ পুলিশ একেবারেই নিষ্ক্রিয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা খানাকুল থানার সামনে জমায়েত হন।

আরও পড়ুন-যোগীর সভায় ব্যস্ত দমকল, ভদ্রেশ্বরে পুড়ে ছাই শ্রমিক আবাসনের ঘর

অন্যদিকে, খড়্গপুর সদর বিধানসভার ইন্দা মেড়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। প্রায় এক ঘণ্টা চলে এই পথ অবরোধ। এর জেরে এই চরম রোদে নাজেহাল হন সাধারণ মানুষ ।

এদিকে, ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিস। আজ কোচবিহার শহরে সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ জানন, 'ভয় দেখিয়ে হিংসা করে জেতার চেষ্টা করছেন উনি। নির্বাচন কমিশনে আজকে যাবে আমাদের কর্মীরা। আমি কাল অনলাইনে অভিযোগ করেছি। হাসপাতালে গিয়ে মেডিক্যাল রিপোর্ট করিয়েছি। যদি মানুষ লোক সভার মতো ভোট দিয়ে দেন তাহলে আমরা জিতে যাব।

.