WB assembly election 2021 : গণনার দিন রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে 'ঘিরে রাখার' নিদান, ২৪ ঘণ্টায় সুনীল মন্ডলের বিরুদ্ধে জোড়া নালিশ কমিশনে

"সুনীল মন্ডল বলেছেন যে আমাকে ঘিরে রেখে প্রাণে মারা হবে। কর্মীদের নির্দেশ দিয়েছেন আমাকে ঘিরে রাখতে।"

Updated By: Apr 7, 2021, 02:09 PM IST
WB assembly election 2021 : গণনার দিন রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে 'ঘিরে রাখার' নিদান, ২৪ ঘণ্টায় সুনীল মন্ডলের বিরুদ্ধে জোড়া নালিশ কমিশনে

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে ফের প্রকাশ্যে হুমকি দিলেন সাংসদ সুনীল মন্ডল। ফের বিতর্কে জড়ালেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে সাংসদ তথা বিজেপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের হল জোড়া নালিশ।

এবার ভোট গণনার দিন কাটোয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে ঘিরে রাখার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন সাংসদ সুনীল মন্ডল। অভিযোগ, ভোটের গণনার পর হেরে গেলে তৃণমূল প্রার্থী যাতে কাটোয়া থেকে শহর ছেড়ে বেরতে না পারে সেজন্য সমস্ত বিজেপি কর্মীদের কাটোয়া শহর ঘিরে রাখতে নির্দেশ দিয়েছেন সুনীল মন্ডল। কারণ, সুনীল মন্ডলের কথায়, তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিচার হবে। এই মন্তব্যের জেরেই বিজেপি নেতা সুনীল মন্ডলের বিরুদ্ধে ফের কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জমা দিয়েছেন বিজেপি নেতা সুনীল মন্ডলের বক্তব্যের ভিডিয়ো ক্লিপিংস। পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী। বারংবার হুমকিতে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগে সোমবার তৃণমূল প্রার্থীর নামে কুকথা বলার অভিযোগে মঙ্গলবারও সাংসদ সুনীল মন্ডলের বিরুদ্ধে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কমিশনে অভিযোগ দায়ের করেন। এই নিয়ে ২৪ ঘন্টার মধ্যে বিজেপি নেতা সাংসদ সুনীল মন্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জোড়া অভিযোগ দায়ের হল। মঙ্গলবার দুপুরে কাটোয়া বিধানসভা এলাকার দাঁইহাটে বিজেপির একটি কর্মীসভা ছিল। সেই সভাতেই সুনীল মন্ডল এই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। 

এপ্রসঙ্গে সুনীল মন্ডলের সাফ জবাব, "হ্যাঁ ঘিরে রাখার কথা বলেছি। কারণ কর্মী খুনের কৈফিয়ত নিতে হবে।" আর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, "সুনীল মন্ডল বলেছেন যে আমাকে ঘিরে রেখে প্রাণে মারা হবে। কর্মীদের নির্দেশ দিয়েছেন আমাকে ঘিরে রাখতে।" উল্লেখ্য, সোমবার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে 'তোলাবাজ' , স্মাগলারদের বাপ' সম্বোধন করে সুনীল মন্ডল বলেছিলেন, "গুন্ডা পুষতে পাঁচ লক্ষ টাকা লাগে। দুই লক্ষ টাকা লাগে নেশা করতে। শহর জুড়ে সন্ত্রাস চালিয়ে তোলাবাজি করে।" 

আরও পড়ুন, বাড়ছে Corona আক্রান্ত, বন্ধ হোক ভোট, কমিশন অফিসের সামনে PPE কিট পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ

ভোটমুখী কোচবিহারে ঝরল রক্ত, মমতার সভার আগেই দিনেদুপুরে খুন যুবক

.