WB assembly election 2021 : পাহাড়ের ৩ আসনে প্রার্থী দিল BJP, আজ প্রার্থী ঘোষণা করবেন গুরুংও
আজ বৈঠকে বসছে GNLF-ও। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, একুশের ভোটে তারা বিজেপিকেই সমর্থন করবে নাকি নিজস্ব প্রার্থী দেবে।
নিজস্ব প্রতিবেদন : পাহাড়ের ৩টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। কে কে হচ্ছেন প্রার্থী? চলুন দেখে নেওয়া যাক-
- দার্জিলিংয়ে প্রার্থী হচ্ছে নীরজ লাম্বা। উনি প্রাক্তন বিধায়ক।
- কার্সিয়ংয়ে প্রার্থী হচ্ছেন বিষ্ণু প্রসাদ শর্মা।
- কালিম্পংয়ে প্রার্থী হচ্ছেন সুভা প্রধান।
প্রসঙ্গত, একুশের ভোটে (WB assembly election 2021) পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বিশেষ ফোকাসে রয়েছে। প্রায় সাড়ে ৩ বছরের মাথায় জনসমক্ষে এসে বিজেপির (BJP) সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার কথা ঘোষণা করেন বিমল গুরুং (Bimal Gurung)। বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা জানান তিনি। এরপরই নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি।
এখন একদিকে বিমল গুরুং যখন তৃণমূলকে (TMC) সমর্থনের কথা ঘোষণা করেছেন। তখন পাল্টা বেসুরো গেয়েছেন বিনয় তামাং (Binoy Tamang)। তাঁর সাফ কথা, বিমল গুরুংয়ের সঙ্গে একসাথে কাজ করা সম্ভব নয়। সবমিলিয়ে পাহাড়ে ফের যুযুধান মোর্চার দুই গোষ্ঠী। একদিকে বিমলপন্থীরা, অন্যদিকে বিনয়পন্থীরা।
এখন এই পরিস্থিতিতে আজ পাহাড়ের আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করবেন বিমল গুরুং। উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার সময় পাহাড়ের ৩টি আসনে কোনও প্রার্থী নাম ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। অন্যদিকে, আজ বৈঠকে বসছে GNLF-ও। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, একুশের ভোটে তারা বিজেপিকেই সমর্থন করবে নাকি নিজস্ব প্রার্থী দেবে।
আরও পড়ুন, রাজ্যের রাজনৈতিক পুর প্রশাসকদের সম্পর্কে রোজ রিপোর্ট দিতে জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের