ডাক্তার, নার্স, কর্মীরা করোনা আক্রান্ত, নজিরবিহীন সংকটে উত্তরবঙ্গ মেডিক্যাল

গত ৩ সপ্তাহ ধরে একের পর এক চিকিৎসক, নার্স ও কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Updated By: Jun 6, 2020, 11:52 PM IST
ডাক্তার, নার্স, কর্মীরা করোনা আক্রান্ত, নজিরবিহীন সংকটে উত্তরবঙ্গ মেডিক্যাল

নিজস্ব প্রতিবেদন: নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স  থেকে কর্মীরা। অনেকেই কোয়ারেন্টাইনে। স্বাভাবিক পরিষেবা চালানোর মতো লোকই নেই। ফলে আপাতত রোগীর ভর্তির ক্ষেত্রে নির্দেশিকা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।    

করোনার থাবায় হাসপাতালে স্বাস্থ্য কর্মী বাড়ন্ত। এই পরিস্থিতিতে মরণাপন্ন রোগী ছাড়া আর কাউকেই ভর্তি করানো হবে না। এমনই নির্দেশই দিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার। হাসপাতাল চালানোর মত এখন পর্যাপ্ত চিকিৎসক, নার্স কর্মী নেই বলে খবর। হাসপাতালে চিকিত্সক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় ১৫০ জন কোয়ারেন্টাইনে। 

গত ৩ সপ্তাহ ধরে একের পর এক চিকিৎসক, নার্স ও কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাভাবিক পরিষেবা তাই কোনওভাবে চালানো সম্ভব হচ্ছিল না। শনিবার বৈঠকে বসে হাসপাতালে পরিচালন কমিটি।  তারপরই হাসপাতাল সুপার নির্দেশিকা জারি করেছেন, মরণাপন্ন ও সংকটজনক রোগী ছাড়া আপাতত ভর্তি বন্ধ। পরে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- আমফানেই শেষ নয়, বিশ্ব উষ্ণায়নে ঘনঘন ঝড় সইতে হবে বাংলাকে

.