রাজ্যের চালু রেল প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়াল কেন্দ্র
রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পে বরাদ্দ বাড়ালেও বেশ অন্য অনেক প্রকল্পে কোথাও শূন্য, কোথাও মাত্র ১ হাজার টাকা বরাদ্দ করল রেল।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পে বরাদ্দ বাড়ালেও বেশ অন্য অনেক প্রকল্পে কোথাও শূন্য, কোথাও মাত্র ১ হাজার টাকা বরাদ্দ করল রেল।
# বরাহনগর থেকে ব্যারাকপুর ভায়া দক্ষিণেশ্বর মেট্রো রেল প্রকল্পের জন্য এবার বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। গত বছর ছিল ১ কোটি টাকা। নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রোর জন্য দেওয়া হয়েছে ২০০ কোটি। গত বছর ছিল ৩০৯ কোটি। সেন্ট্রাল পার্ক থেকে হলদিরাম পর্যন্ত রেলের জন্য দেওয়া হয়েছে মাত্র ১ কোটি টাকা।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় ঘুরছে গোপন মুহূর্তের ছবি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মালদহের ছাত্রী
# এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্ত লাইনের জন্য বরাদ্দ কমলো। এবার দেওয়া হয়েছে ৩২৮ কোটি। গতবছর ছিল ৪৪৯ কোটি টাকা।
# জোকা থেকে বিবাদী বাগ লাইনের জন্য দেওয়া হয়েছে ৯৯ কোটি। গত বছর ছিল ৪৩ কোটি।
# নতুন কাজ শূন্য
# খড়গপুর থেকে আদিত্যপুর লাইনের বাজেট বরাদ্দ বাড়ল। তৃতীয় লাইনের কাজ চলছে এখন। বাজেটে বরাদ্দ হল ৩১০ কোটি টাকা। গত বছর ছিল ২১০ কোটি
# নারয়ণগড় থেকে ভদ্রক পর্যন্ত লাইনের জন্য বাজেট বরাদ্দ বাড়ল। সেখানে তৃতীয় লাইনের কাজ চলছে এখন। বাজেট বরাদ্দ হল ৫০ কোটি টাকা। গত বছর ছিল ৮ কোটি ৫১ লক্ষ টাকা।
# পুরুলিয়া থেকে কোটশিলা পর্যন্ত ডবল লাইনের জন্য বরাদ্দ বাড়ল। গত বছর বরাদ্দ ছিল ৪ কোটি ৮০ লক্ষ টাকা। এবার তা হল ১০ কোটি।
# তারকেশ্বর থেকে রেল লাইন সম্প্রসারণ করে গোঘাট পর্যন্ত ট্রেন চলেছে। তা বিষ্ণুপুর পর্যন্ত যাওয়ার কথা। সেই প্রকল্পের বরাদ্দ এবার শূন্য । ভবাদিঘীর জমিজটের জন্য কাজ আটকে রয়েছে।
আরও পড়ুন-দিল্লির ভোটের মুখে সংসদে রাম মন্দির ট্রাস্টের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
# ফুরফুরা শরিফ থেকে জাঙ্গিপাড়া প্রকল্পে বরাদ্দ শূন্য । জমি জটিলতায় এখানেও কাজ আটকে।
# আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ লাইনে জিয়াগঞ্জে নদীর ওপর সেতু ও লাইনে বরাদ্দ ১ হাজার টাকা।
# তারকেশ্বর থেকে ফুরফুরা শরিফ পর্যন্ত বরাদ্দ ১ হাজার টাকা।
# দক্ষিণ পূর্ব রেলের বাজেট বরাদ্দ বাড়ল প্রায় ৩০০ কোটি টাকা। গতবার ছিল ৩,৩২১ কোটি। এবার ৩৬১১ কোটি।
# পূর্ব রেলের বাজেট বরাদ্দ হল এবার ২,২৭৩ কোটি টাকা।