পুলকারের পিছনে ধাওয়া করে পুলিসের নাগালে নকল মদ তৈরির কারখানা

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে নিয়ামতপুরে একটি গাড়ির গতিরোধ করে পুলিস। পুলিসি বাধা পেয়ে গাড়ি নিয়ে দ্রুত  পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে পুলিস।

Updated By: Feb 12, 2018, 05:49 PM IST
পুলকারের পিছনে ধাওয়া করে পুলিসের নাগালে নকল মদ তৈরির কারখানা

নিজস্ব প্রতিবেদন:  ঘনবসতিপূর্ণ এলাকায় চলছিল জাল বিলিতি মদ তৈরির কারবার। স্কুলের পুলকারে করে চলত পাচার। আসানসোলের কুলটি থানা এলাকায় নকল মদ তৈরির কারখানার হদিস। একটি বাড়ি থেকে  প্রচুর পরিমাণে নকল মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম বিজয়কুমার যাদব  ও বীরেন্দ্র নোনিয়া ওরফে কারু।

আরও পড়ুন: রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের!

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে নিয়ামতপুরে একটি গাড়ির গতিরোধ করে পুলিস। পুলিসি বাধা পেয়ে গাড়ি নিয়ে দ্রুত  পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে পুলিস। গাড়ি থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার হয়। আসানসোল এবং ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে মদ সরবরাহ করা হত বলে পুলিসি জেরায় স্বীকার করে ধৃতেরা।

আরও পড়ুন: এক সপ্তাহ ধরে নিখোঁজ মেয়ে, মাকে আজব পরামর্শ দিল পুলিস!

তাদের নিয়ে অভিযানেই চিনাকুড়ি এলাকার ওই বাড়িতে নকল মদ তৈরির কারখানার হদিস মেলে।  আটক গাড়িটি সকালে স্কুলপড়ুয়াদের পুলকারের কাজে ব্যবহার করা হত।

.