Bengal weather Today: শীতের প্রথম দিনেই ৯-৬ রাজ্যে! উষ্ণতার লড়াইয়ে ফার্স্টবয় দার্জিলিং, দ্বিতীয় কে?
Bengal weather Today: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডার প্রবল দড়ি টানাটানি। সোমবার বিকেলের আবহাওয়া-পূর্বাভাসেই ইঙ্গিত ছিল, মঙ্গলবারের সকালের আবহাওয়া-সংবাদও সেই ইঙ্গিতেই সিলমোহর দিল।
অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডার প্রবল দড়ি টানাটানি। সোমবার বিকেলের আবহাওয়া-পূর্বাভাসেই ইঙ্গিত ছিল, মঙ্গলবারের সকালের আবহাওয়া-সংবাদও সেই ইঙ্গিতেই সিলমোহর দিল। এবং বেলা একটু পড়তেই, ক্রমে হাতে আসতে থাকল বিভিন্ন জেলার তাপমাত্রা। এবং সেই তথ্য পেয়ে এবার নিশ্চিত হওয়া গেল যে, বাংলায় সত্যিই শীত পড়ল। গোটা সপ্তাহ জুড়েই রাজ্যে থাকবে শীতের স্পেল। আপাতত যা জেনে সকলে রোমাঞ্চিত, তা হল-- দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের সবচেয়ে কম; পুরুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গে সবচেয়ে কম!
আসুন, তাহলে এবার দেখে নেওয়া যাক, দুই বঙ্গের কোথায় কত তাপমাত্রা:
১) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রার তালিকা:
কলকাতা এয়ারপোর্ট-- ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা আলিপুর-- ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়া-- ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়া-- ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
বীরভূম শ্রীনিকেতন-- ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমান-- ১১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-- ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস
পূর্ব মেদিনীপুর কাঁথি-- ১৪ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার-- ১৫.২ ডিগ্রি সেলসিয়াস
হলদিয়া-- ১৫.১ ডিগ্রি সেলসিয়াস
দিঘা-- ১২.১ ডিগ্রি সেলসিয়াস
নদিয়া-- ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস
হুগলির মগরা-- ১৪ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর শহর-- ১৩ ডিগ্রি সেলসিয়াস
পশ্চিম মেদিনীপুর কলাইকুন্ডা-- ১২.৪ ডিগ্রি সেলসিয়াস
পশ্চিম বর্ধমান পানাগড়-- ১২.৩ ডিগ্রি সেলসিয়াস
আসানসোল-- ১২.৭ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া-- ১৫.১ ডিগ্রি সেলসিয়াস
হাওড়ার উলুবেড়িয়া-- ১৩ ডিগ্রি সেলসিয়াস
২) উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রার তালিকা:
বালুরঘাট-- ১৫ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার-- ১২.৯ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং-- ৬.৮ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি-- ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং ১১.৫ ডিগ্রি সেলসিয়াস
মালদা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিঙে তুষারপাতের কথা আগেই বলা হয়েছিল। জানানো হয়েছিল, দার্জিলিঙের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার দার্জিলিঙয়ে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি দার্জিলিং ও কালিম্পংয়ে। বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
সিস্টেম
পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ-পূর্ব আরব সাগর ও মলদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
শীতের স্পেল
রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও তা রইল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম থাকায় কলকাতায় শীতের আমেজই বহাল। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই সপ্তাহ জুড়েই চলবে শীতের স্পেল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)