Petrapol: বাংলাদেশ যাওয়ার পথে আটক পণ্যবাহী ট্রাক, উদ্ধার ৯ বাংলাদেশি পাসপোর্ট

দুজনেই পূর্ব মেদিনীপুরে বাহিতারাকুন্ডার বাসিন্দা

Updated By: Aug 10, 2021, 07:47 PM IST
Petrapol: বাংলাদেশ যাওয়ার পথে আটক পণ্যবাহী ট্রাক, উদ্ধার ৯ বাংলাদেশি পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ যাওয়ার পথে এক পণ্য বোঝাই লরিকে আটক করল বিএসএফ। আটক করা হয়েছে লরির খালাসি ও চালককে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক বাংলাদেশি পাসপোর্ট।

আরও পড়ুন- Khela Hobe Divas 'ডায়রেক্ট অ্যাকশন ডে'-র দিনে কেন? সাধু-সঙ্গে রাজভবনে Suvendu 

পুলিস ও সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, রবিবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল সীমান্তে পণ্যবাহী ট্রাকে রুটিন চেকিং করছিল বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটালিয়ন। সেইসময় পূর্ব মেদিনীপুর থেকে আসা ওই ট্রাকটি থেকে উদ্ধার হয় ৯টি বাংলাদেশি পাসপোর্ট।

আরও পড়ুন- MR Bangur-কে দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি Niti Aayog-এর

ট্রাকে কীভাবে এতগুলে বাংলাদেশি পাসপোর্ট এল তার কোনও সদুত্তর দিতে পারেনি চালক সঞ্জয় দালাই ও খালাসি রাকেশ ঘোড়াই। দুজনেই পূর্ব মেদিনীপুরে বাহিতারাকুন্ডার বাসিন্দা। ধৃতরা জানিয়েছে, এক ব্যক্তি ওইসব পাসপোর্ট তাদের দিয়েছিল এক ব্যক্তি। ওইসব পাসপোর্ট বেনেপোল সীমান্তে একজনের হাতে তুলে দেওয়ার কথা ছিল।  ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.