তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে যাওয়ায় রাজ্যপালকে আক্রমণ করেছে : লকেট
বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল সরকারের আলু দুর্নীতির তদন্ত হবে। কৃষকদের টাকা নিজেদের পকেটে পুরেছে তৃণমূল নেতারা।
Updated By: Oct 2, 2020, 02:48 PM IST
নিজস্ব প্রতিবেদন: ফের রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত। জগদীপ ধনখড়কে 'নৈ-রাজ্যপাল' বলে বিদ্রুপ। যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। নৈ-রাজ্যপাল মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
শুক্রবার পুরুলিয়ার হুড়ায় কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের পক্ষে কৃষকদের মিছিলে অংশ নিয়েছিলেন লকেট। এদিন তিনি বলেন, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল সরকারের আলু দুর্নীতির তদন্ত হবে। কৃষকদের টাকা নিজেদের পকেটে পুরেছে তৃণমূল নেতারা।
তৃণমূল এর বিদায় ঘণ্টা বেজে যাওয়াতে তাদের এমন মন্তব্য। এই আচরণ অসাংবিধানিক। মানুষ রাজ্যপালের পাশে আছেন, মন্তব্য বিজেপি নেত্রীর।