তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হালিশহর, চাপানউতোরে বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর অভিযোগ

নতুন করে রাজনৈতিক অশান্তি হালিসহরের মালঞ্চ গ্রামে। বিজেপির অভিযোগ তাদের পার্টি অফিসে এসে তাপস সরকার নামে এক দলীয় কর্মীকে মারধর করে তৃণমূলের লোকজন। খবর পেয়েই হৃদরোগে আক্রান্ত হন তাপস বাবুর আশি বছরের মা। 

Updated By: Jun 27, 2020, 06:25 PM IST
তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হালিশহর, চাপানউতোরে বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: ফের তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হালি শহর। ছেলের আক্রান্ত হওয়ার খবর পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁদের এক কর্মীর মায়ের। দাবি বিজেপির। শুরু তীব্র রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন:  বেসরকারি ক্ষেত্রে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিল রাজ্য সরকার

নতুন করে রাজনৈতিক অশান্তি হালিসহরের মালঞ্চ গ্রামে। বিজেপির অভিযোগ তাদের পার্টি অফিসে এসে তাপস সরকার নামে এক দলীয় কর্মীকে মারধর করে তৃণমূলের লোকজন। খবর পেয়েই হৃদরোগে আক্রান্ত হন তাপস বাবুর ৮০ বছরের মা। 

আরও পড়ুন: তরুণীকে কুপ্রস্তাব, দুপক্ষের সংঘর্ষে বোমাবাজি, উত্তপ্ত গাইঘাটা

অভিযোগ অস্বীকার তৃণমূলের ঘাসফুল শিবিরের পাল্টা দাবি, গ্রামের মধ্যে মদের আসর বসানোর প্রতিবাদ করেছিলেন তারা। তা নিয়েই সংঘর্ষ। তবে, বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা

তৃণমূলের দাবি, তাদেরও এক কর্মী এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। ঘটনার পর থেকে থমথমে এলাকা। চলছে পুলিসি তদন্তও।

.