টোটোয় বিস্ফোরণ, ছিন্ন ভিন্ন হয়ে গেল বসে থাকা ব্যক্তির দেহ!

টোটোর মধ্যে কোনও 'বিস্ফোরক' থেকেই বিস্ফোরণ! 

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 1, 2020, 07:49 PM IST
টোটোয় বিস্ফোরণ, ছিন্ন ভিন্ন হয়ে গেল বসে থাকা ব্যক্তির দেহ!
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : টোটোয় বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, এদিন বিকালে ইংরেজবাজার থানার ঘোড়াপীর এলাকায় একটি টোটো রিকশায় আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে টোটোয় বসে থাকা এক ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তিনি টোটোচালক না যাত্রী, তা নিশ্চিত করে জানা যায়নি। বিস্ফোরণে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিস। বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টোটোর মধ্যে কোনও বিস্ফোরক বা সেই জাতীয় কিছু ছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে। 

আরও পড়ুন, নাম বদল, ৪০০ কিমি দূরে আত্মগোপন, 'ব্যর্থ' করে ৬ বছর পর পুলিসের জালে খুনি!

.