এবার হলদি নদীতে টর্নেডো! আতঙ্ক ছড়াল হলদিয়া বন্দরে
অল্পের জন্য রক্ষা পেল বন্দরগামী জাহাজ।
নিজস্ব প্রতিবেদন: ঘুর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি কিছু কম হয়নি। হলদি নদীতে এবার দেখা মিলল টর্নেডোর! আতঙ্ক ছড়াল হলদিয়া বন্দর লাগোয়া এলাকায়।
চুঁচুড়া, সাগরের পর এবার হলদিয়া। ফের বাংলায় দেখা মিলল টর্নেডোর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন বন্দরের দিকে আসছিল তেলের একটি জাহাজ। নয়াচরের কাছে মাঝ-নদীতে আচমকাই মেঘলা আকাশ থেকে নেমে আসে বিশাল কালো শুড়! নদীর জল ফুলে ওঠে। জেটি থেকে ঘুর্ণাবর্তটি দেখতে পান হলদিয়া বন্দরের কর্মীরাও। টর্নেডোর খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি প্রত্যক্ষ করতে নদীর উপকূলের ভিড় জমান বহু মানুষ।
আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, দাদাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ভাইয়েরও
তারপর? জানা গিয়েছে, হলদিয়ার স্থলভূমিতে পৌঁছনোর আগেই দুর্বল হয়ে যায় ঘুর্ণাবর্তটি। সেকারণে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। বস্তুত, ইয়াস চলে যাওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনই ঘুর্ণিঝড় বা টর্নেডো তৈরি হচ্ছে। যেদিন রাজ্যের উপকূলবর্তী এলাকা আছড়ে পড়ল ঘুর্ণিঝড় ইয়াস, তার আগের দিন দুপুরে টর্নেডো দাপট দেখা যায় হুগলির ব্যান্ডেল, চকবাজার ও করোলা এলাকায়। গতকাল, আবার টর্নেডোর আছড়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার সাগরেও।
আরও পড়ুন: ঝড়বৃষ্টিতে তার ছিঁড়ে পড়ল টিনের চালে, ঘরেই বিদ্যুতস্পৃষ্ট হয় মৃত্যু বৃদ্ধার
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)