তোলা না পেয়ে মারধর করা হল টোল প্লাজার ম্যানেজারকে

দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট টোল প্লাজায় তৃণমূলের শ্রমিক নেতাদের দাদাগিরি। অভিযোগ, তোলা না পেয়ে মারধর করা হল টোল প্লাজার ম্যানেজারকে। অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC -র নেতা শেখ আব্দুল আজিজ ও অশোক হাটি। অভিযোগ, বুধবার দুপুরে তারা ম্যানেজার প্রীতম চ্যাটার্জির ওপর চড়াও হন। সেক্রেটারি ফি বাবদ দাবি করা হয় ২ লক্ষ টাকা। পাশাপাশি তাঁদের পরিচিত কয়েকজনকে কাজে নেওয়ারও দাবি জানান তাঁরা। রাজি না হওয়ায় ব্যাপক মারধর করা হয় প্রীতম চ্যাটার্জিকে।

Updated By: Apr 14, 2017, 01:51 PM IST
তোলা না পেয়ে মারধর করা হল টোল প্লাজার ম্যানেজারকে

ওয়েব ডেস্ক: দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট টোল প্লাজায় তৃণমূলের শ্রমিক নেতাদের দাদাগিরি। অভিযোগ, তোলা না পেয়ে মারধর করা হল টোল প্লাজার ম্যানেজারকে। অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC -র নেতা শেখ আব্দুল আজিজ ও অশোক হাটি। অভিযোগ, বুধবার দুপুরে তারা ম্যানেজার প্রীতম চ্যাটার্জির ওপর চড়াও হন। সেক্রেটারি ফি বাবদ দাবি করা হয় ২ লক্ষ টাকা। পাশাপাশি তাঁদের পরিচিত কয়েকজনকে কাজে নেওয়ারও দাবি জানান তাঁরা। রাজি না হওয়ায় ব্যাপক মারধর করা হয় প্রীতম চ্যাটার্জিকে।

এবার ধোনির খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন স্টিভেন স্মিথও

.