তরতরিয়ে নামছে পারদ, ভরা মাঘেও শীতের দুরন্ত ইনিংস

বুধবার পর্যন্ত চলবে শীতের দাপট

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Feb 11, 2020, 08:39 AM IST
তরতরিয়ে নামছে পারদ, ভরা মাঘেও শীতের দুরন্ত ইনিংস

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার থেকে নতুন করে ইনিংস শুরু করল শীত। ফলে বেশ জাঁকিয়েই ঠাণ্ডা পড়তে শুরু করেছে কলকাতা-সহ গোটা রাজ্যে। বুধবার পর্যন্ত চলবে এই শীতের আমেজ।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও নামল। মঙ্গলবার সকালে সামান্য কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ গোটা রাজ্য জুড়ে যেমন জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে, ফলে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। বুধবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই জানা যাচ্ছে। তবে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। 
 মঙ্গলবার কলকাতায় যেমন পারদ নিম্নমুখী, জেলার তাপমাত্রাও ২-৩ ডিগ্রি কমল বলে জানা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ১০-এর কাছাকাছি থাকবে বলেই খবর। তবে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে।

 

.