তৃণমূল সদস্যকে লক্ষ্য করে গুলি

রামনগর  ২ নম্বর পঞ্চায়েতের নব নির্বাচিত  তৃণমূল কংগ্রেস সদস্য রফিক সাঁপুই সোমবার সকালে বাজার করতে বেরিয়েছিলেন। 

Updated By: Nov 26, 2018, 05:35 PM IST
তৃণমূল সদস্যকে লক্ষ্য করে গুলি

 নিজস্ব প্রতিবেদন:  তৃণমূল সদস্যকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ উঠল। ঘটনাটি  ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার সীতাকুণ্ড এলাকার ঘটনা।

আরও পড়ুন: ‘উনি ভুল করেছেন, আমি সংশোধন করে দিয়েছি’, শঙ্খ ঘোষ বিতর্কে ফের ‘খড়গহস্ত’ অনুব্রত

রামনগর  ২ নম্বর পঞ্চায়েতের নব নির্বাচিত  তৃণমূল কংগ্রেস সদস্য রফিক সাঁপুই সোমবার সকালে বাজার করতে বেরিয়েছিলেন। অভিযোগ, ২ জন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্য একটি গুলি তার কপাল ছুঁয়ে বেরিয়ে যায় ।

আরও পড়ুন- 'অনুব্রত মণ্ডলকে সরাতে হবে', ৫০ লাখের সুপারি বিজেপির!

গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। রফিকের কপাল থেকে রক্ত বেরোতে দেখেন তাঁরা। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এলাকায় সন্ত্রাস তৈরি করতেই এই কাজ করেছে বলে অভিযোগ তাঁর।

তাঁর দাবি, পঞ্চায়েতে সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষোভ তৈরি হয়েছে। তার থেকেই এই হামলা।   

.