ফেরত দাও কাটমানি, তৃণমূল কর্মীদের মারধর করে পার্টি অফিসেই আটকে রাখল বিজেপি

গ্রামে ঢুকতেই হামলার মুখে পড়ে পুলিস। তাদের লক্ষ্য করে প্রবল ইটবৃষ্টি করে বিজেপি কর্মীরা। 

Updated By: Sep 15, 2019, 08:48 AM IST
ফেরত দাও কাটমানি, তৃণমূল কর্মীদের মারধর করে পার্টি অফিসেই আটকে রাখল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: দলের কার্যালয়ের মধ্যেই তৃণমূল কর্মীদের আটকে রেখে মারধর করল বিজেপি সমর্থকরা। দাবি কাটমানি ফেরত দিতে হবে। তাদের উদ্ধার করতে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়ে ইটপাটকেল খেল পুলিস। শনিবার এনিয়ে উত্তপ্ত হয়ে উঠল কেশপুরের ডলং।

আরও পড়ুন-বিজেপি ছাড়ছেন শোভন? ফোন করে দলে ফেরার প্রস্তাব তৃণমূলের শীর্ষ নেতার  

শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল কেশপুর থানার ৬ নম্বর অঞ্চলের ডলং। সন্ধের মুখে গ্রামের তৃণমূল কর্মীদের মারধর করে পার্টি অফিসেই তালা দিয়ে রাখে বিজেপি সমর্থকরা। আহত ৪ তৃণমূল কর্মী। এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল।

এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকায় যায় আনন্দপুর থানার পুলিস। গ্রামে ঢুকতেই হামলার মুখে পড়ে পুলিস। তাদের লক্ষ্য করে প্রবল ইটবৃষ্টি করে বিজেপি কর্মীরা। তবে বিজেপির অভিযোগ, তাদের ওপরে লাঠিচার্জ করেছে পুলিস। এতে আহত হয়েছেন ১০ বিজেপি সমর্থক।

আরও পড়ুন-তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, বোমা-গুলির আঘাতে ভাঙল পুলিসের গাড়ির কাচ

প্রাথমিকভাবে পুলিশ পিছু হটলেও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নতুন করে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঢোকে। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, এবিষয়ে এখনই কিছু বলবো না,  যা বলার পরে জানানো হবে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

.