WATCH | Debangshu Bhattacharya: 'তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে রাখা হল গাছে!' ভিডিয়ো ঘিরে ঝড় সোশ্যালে
TMC Supporter tied on tree: 'তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে রাখা হল গাছে!' এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চায়েত ভোটের (West Bengal Panchayat Election 2023) মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে, অশান্তি শুরু হয়েছিল, সেই অশান্তি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেও অব্যাহত রয়েছে। সদ্যসমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের বলি হয়েছেন ৪৪-এর উপর প্রাণ। বোমাবাজি, হাতাহাতি, রক্তারক্তি, পুলিস-সাধারণ সংঘর্ষ, এসবই ছিল এবারের ভোটে। তবে এবার এক অমানবিক ঘটনার ভিডিয়ো (যদিও ঘটনার সত্যতা জি ২৪ ঘণ্টা যাচাই করেনি) পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি লেখেন, 'নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূল করার অপরাধে, এক মহিলাকে এভাবেই গাছে বেঁধে অত্যাচার চালাল বিজেপি। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এলাকায় সামান্য দুই একটা পঞ্চায়েত জিতে যারা এই স্তরে সন্ত্রাস চালাতে পারে, বাংলার অন্যান্য প্রান্তে শক্তিবৃদ্ধি হলে তাদের বাংলাকে মনিপুর বানাতে যে বেশি সময় লাগবে না, তা বারংবার স্পষ্ট হয়ে যাচ্ছে।'
এই ঘটনার প্রসঙ্গে দেবাংশু জি ২৪ ঘণ্টাকে টেলিফোনে বলেন, 'দেখুন নন্দীগ্রামের ভেকুটিয়াতে আমাদের দল করার অপরাধে, এই মহিলাকে ওখানকার বিজেপি-র স্থানীয় নেতারা এভাবেই বেঁধে রেখেছেন। তাঁর উপর অত্যাচার চালানো হয়, তাঁকে মানসিক নির্যাতন করা হয়, তাঁকে গালিগালাজ করা হয়। পুলিস গিয়ে সেই মহিলাকে উদ্ধার করে। ভিডিয়োতেই মহিলা তাঁর বক্তব্য রেখেছেন, তিনি জানান কীভাবে কী হয়েছিল, না হয়েছিল! এখন সন্ত্রাসের যে কথা বলা হচ্ছে, সন্ত্রাসটা ঠিক কোন জায়গা থেকে হচ্ছে! আমরা আজ দলের তরফ থেকে প্রকাশ্যে এনেছি যে, শুভেন্দুবাবু ৩৫৫ প্রয়োগের জন্য কী বলেছিলেন! তারপরেই আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা! তিনি একটা বিধানসভায় নন্দীগ্রামে, লোডশেডিং করে, চিটিংবাজি করে জিতেছেন। এবার দু'একটা পঞ্চায়েত পেয়েছেন। জেলা পরিষদে হেরেছেন। আর তাতেই যদি এই অবস্থা হয়! বাংলার মা-বোনেদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাঁদের গাছে বেঁধে রাখার মতো অমানবিক দৃশ্য সহ্য করা যায় না! যদি একটা পঞ্চায়েতে এমন হয়, তাহলে ভাবতে পারছেন গোটা বাংলায় যদি বিজেপি-র শক্তিবৃদ্ধি হয়, তাহলে এরা এই রাজ্য়টাকে মণিপুর বা উত্তরপ্রদেশ বানাতে সময় নেবে না। আমরা তীব্র নিন্দা করছি এই ঘটনার। প্রশাসনের কাছে অনুরোধ করছি, দয়া করে শুভেন্দুবাবুদের কাছে মাথা নত করবেন না। কেন্দ্রীয় সরকার অনেক কিছু দ্বারা ভয় দেখাবে, অনেক কিছু করবে। তবে আপনারা মাথা নীচু করবেন না। আপনারা এর বিহিত করুন। আমরা এর যথাযথ বিচার চাই। আমরা চাই যারা এই কাজ করেছে, তারা সকলে গ্রেফতার হোক। এটাই আসল সন্ত্রাস। বিজেপি বিভিন্ন জায়গায় করছে। আজকে ওখানে মহিলা ফাঁস করলেন বলে, জানতে পারলাম। বাকি ক্ষেত্রে জানা যাচ্ছে না। আমরা তীব্র নিন্দা করছি।'
এই ঘটনার প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা জি ২৪ ঘণ্টাকে টেলিফোনে বলেন, দেখুন বিষয় হচ্ছে, এরকম ভিডিয়ো অনেক প্রকাশ হয়। আর গাছে বেঁধে অত্যাচার করছে বলেই বিজেপি করছে! এটা তৃণমূল করে থাকে। বিজেপি যে এরকম কোথাও করেছে, বলে আমরা শুনিনি। কেউ দেখেওনি। আজ পর্যন্ত তা কোনও রেকর্ডেও নেই। তৃণমূল এরকম কাজ অজস্র করেছে, তার রেকর্ড আছে। একটা গাছে বাঁধা কারোর ভিডিয়ো কেউ পোস্ট করে দিল, তা এখানকার না কোথাকার, কোনও ভিত্তিই নেই। আর যদি এটা হয়ে থাকে, তাহলে আমি বলব যিনি পোস্ট করেছেন তিনি তৃণমূলের সমালোচনা করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন। কারণ ওর রাজত্বে ওর পুলিস থাকবে। সেখানে এই ঘটনা ঘটলে বলতে হয়, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে মহিলাদের চরম অপমান হচ্ছে। জঙ্গলের রাজত্ব চলছে। তাহলে কী করছে ওরা। নিজেরাই নিজেদের সরকারের ছবি জনসমক্ষে তুলে ধরছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গে কারোর কোনও সম্মান নেই। এখানে নিরাপত্তা নেই। এটাই বড় প্রমাণ।' বিজেপি ঘুরিয়ে তৃণমূলকেই দোষারোপ করল।
আরও পড়ুন: WB Panchayat Election Result 2023: ফের বিস্ফোরণ ভাঙড়ে! বোমা ফেটে আহত নাবালক-সহ ৪