মন্ত্রীর সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ভাঙচুর

ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এক গোষ্ঠীর উপরে হামলা অন্য গোষ্ঠীর। 

Updated By: Dec 20, 2017, 11:46 PM IST
মন্ত্রীর সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ভাঙচুর
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: শীর্ষ নেতৃত্বের সতর্কবার্তা সার। ভাঙড় আছে ভাঙড়েই। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পুলিসের সামনেই চলল ভাঙচুর। বৈঠক না করেই ফিরতে হল মন্ত্রীকে। দুপুরের পর সন্ধ্যাতেও ছড়াল উত্তেজনা। 

ভাঙড়ে কাইজার আহমেদের বিরোধী বলে পরিচিত নাসিরুদ্দিন মোল্লা। বুধবার নাসিরুদ্দিন মোল্লার অফিসেই বুথ মিটিংয়ের কথা ছিল। হাজির থাকার কথা ছিল খোদ মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার। নাসিরুদ্দিন মোল্লার অভিযোগ, বুধবার সকাল থেকেই উত্তেজনা শুরু হয়ে যায়। বুথ মিটিংয়ে যাচ্ছিলেন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। অভিযোগ লাঠিসোঁটা নিয়ে হামলা করে কাইজার আহমেদের লোকজনা।

আরও পড়ুন- সেলফিতে 'না', দলের কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের

পুলিস ও মন্ত্রীর সামনেই একের পর এক গাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তখনকার মত মিটে গেলেও উত্তেজনা ছিলই। সন্ধ্যায় রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ এক নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন ওই তৃণমূল নেতাও। 

 

.