Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মেলে ভিনরাজ্যেও! দাবি তৃণমূল নেতার...
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার ধাঁচে এ রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ মেলে স্বাস্থ্যসাথী প্রকল্পে।
প্রদ্যুৎ দাস: স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মেলে ভিনরাজ্যে! কোথায়? 'মুম্বইয়ে ১০ লক্ষ টাকার চিকিৎসা করিয়েছেন এক ব্যবসায়ী'। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি করলেন জলপাইগুড়ির তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি চন্দন ভৌমিক। 'মাথা খারাপ হয়ে গিয়েছে', বললেন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার ধাঁচে এ রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ মেলে স্বাস্থ্যসাথী প্রকল্পে। 'দুয়ারে সরকার' ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নিতে পারেন নাগরিকরা। কিন্তু এই কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হয়রানি অভিযোগ উঠেছে বারবার। এমনকী, রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
এদিকে শিয়রে পঞ্চায়েত ভোট। রাজ্যজুড়ে 'দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করছেন তৃণমূল। বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন শাসকদলের বিধায়ক, সাংসদ ও নেতারা। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডল ঘাট অঞ্চলে ওই কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন জেলা সভাপতি চন্দন ভৌমিক, জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাধিপতি নূরজাহান বেগম-সহ তৃণমূলের জেলার নেতারা।
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা, স্থানীয় বাসিন্দাদের বাড়িতে সে সম্পর্কে খোঁজ খবর নেন শাসকদলের নেতারা। তৃণমূল প্রাক্তন জেলা সভাপতি চন্দন ভৌমিক বলেন, 'দুর্নীতি নিয়ে শহরের সুবিধাভোগী মানুষের একাংশই আলোচনায় ব্যস্ত। গ্রামে কোনও প্রভাব নেই'। তাঁর দাবি, 'মণ্ডল ঘাট অঞ্চলেরই এক ব্যবসায়ী স্বাস্থ্যকার্ডে মুম্বইয়ে টাটা মেমোরিয়াল হাসাপাতালে ১০ লক্ষ টাকার চিকিৎসা করিয়েছেন'।
আরও পড়ুন: Hoogly:বিবাহের কথা গোপন রেখে প্রেম! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রেমিকার
কী প্রতিক্রিয়া বিরোধীদের? বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, 'যে স্বাস্থ্যসাথী কার্ড শহরের নার্সিংহোম ছুঁড়ে ফেলে দেয়, সেই স্বাস্থ্যসাথী কার্ডে মুম্বইয়ের চিকিৎসা কথা বলে মানুষ