সাড়ে সাত বছরে খুনোখুনি হয়নি, পরিকল্পনামাফিক হিংসা ছড়াচ্ছে বিজেপি: পার্থ

নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায়।

Updated By: Jun 9, 2019, 10:17 PM IST
সাড়ে সাত বছরে খুনোখুনি হয়নি, পরিকল্পনামাফিক হিংসা ছড়াচ্ছে বিজেপি: পার্থ

নিজস্ব প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেশ বার্তাকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে রাজ্যজুড়ে হিংসার ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলল তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর সাড়ে সাত বছরে খুনোখুনির ঘটনা ঘটেনি। পরিকল্পনা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।   
   
নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়,''নির্বাচনোত্তর রাজনৈতিক রক্তারক্তি ও অচলাবস্থা পরিকল্পনামাফিক করছে বিজেপি। সাড়ে সাত বছর রাজ্যে কোনও রাজনৈতিক খুনোখুনি হয়নি। বিজেপি নেতারা ক্রমাগত উত্তেজনা ছড়িয়ে আমাদের কর্মীদের খুন করেছে। কায়ুম মোল্লা, নির্মল কুণ্ডু, শেখ মফিজুল-সহ ৬জন কর্মী নিহত হয়েছেন। একটা দুমাসের বাচ্চা তাঁকে মেরে ফেলা হয়েছে অশোকনগরে''।

সন্দেশখালির ঘটনাতেও বিজেপির ইন্ধন রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পার্থ। তৃণমূলের মহাসচিব বলেন,''সন্দেশখালিতে কোন সাংসদ গিয়েছিলেন? পূর্ব পরিকল্পনা অনুযায়ী, দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে বিজেপি। মানুষ মোকাবিলা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে লড়াই করেছেন। জীবন বিপন্ন করে কৃষক, খেটে খাওয়া মানুষ, শ্রমিকের স্বার্থে লড়েছেন''। 

স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শের প্রেক্ষিতে পার্থর প্রতিক্রিয়া,''বাংলা শান্তির মরুদ্যান। বাংলাকে অশান্ত করার জন্য অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও স্বেচ্ছাচারিতায় ভরা অ্যাডভাইজারি নোট পাঠাচ্ছেন। এটা রাজনৈতিক চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারকে অপমানিত করার চেষ্টা চলছে। 

উল্লেখ্য, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে পরামর্শবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের উপদেশ, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি ফেরাতে সব ধরনের পদক্ষেপ করুক প্রশাসন। কোনও অফিসারের কাজে গাফিলতি পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হোক।   

আরও পড়ুন- বিজেপির ৩ কর্মীর লোপাট, নন্দীগ্রামের পুনরাবৃত্তি করলেন মমতা, বিস্ফোরক মুকুল

.