WB Panchayat Election 2023: 'বিজেপি প্রার্থী জিতলে এলাকায় স্বামী বাঁচাও প্রকল্প চালু করতে হবে'!
তৃণমূল নেতার মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় নিন্দায় ঝড়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।
মৃত্যুঞ্জয় দাস: শিয়রে পঞ্চায়েত ভোট। 'বিজেপি প্রার্থী জিতলে এলাকায় স্বামী বাঁচাও প্রকল্প চালু করতে হবে'! দলের প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে এমনই মন্তব্য় করলেন স্থানীয় তৃণমূল নেতা। কেন? ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থল, বাঁকুড়া।
আরও পড়ুন: তৃণমুল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা মুরারইয়ে
ঘটনাটি ঠিক কী? বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর চার্বাক পল্লি বুথে এবার এক মহিলাকে প্রার্থীকে করেছে বিজেপি। নাম, দীপু বন্দ্যোপাধ্যায়। ওই বুথে প্রার্থী দিয়েছে তৃণমূলও।
গতকাল, সোমবার এলাকায় দলের প্রার্থীর সমর্থনে সভা করে তৃণমূল। অভিযোগ, সেই সভায় দলের শ্রমিক সংগঠনের নেতা শ্যামসুন্দর দত্ত বলেন, 'দীপু বন্দ্যোপাধ্যায় আগে ওন্দা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করত। সে সময়ে ওন্দা কলেজের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ এনে টাকা-পয়সা নিয়ে রফা করতে চেয়েছিল। এখন সে এলাকায় জিতলে আমাদের স্বামী বাঁচাও প্রকল্প চালু করতে হবে'!
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠেছে সোশ্য়াল মিডিয়ায়। আন্দোলনে নেমেছেন বিজেপি। তাদের দাবি, প্রকাশ্য মঞ্চ থেকে মহিলা চরিত্র হনন করেছে তৃণমূল নেতা শ্যামসুন্দর দত্ত। যা শান্তিযোগ্য অপরাধ। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে।
আরও পড়ুন: কুলতুলিতে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী