অনুব্রত মণ্ডলের সভা সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা

Updated By: Nov 5, 2017, 09:12 AM IST
অনুব্রত মণ্ডলের সভা সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা
ঘটনাস্থলের ছবি

নিজস্ব প্রতিনিধি : সভা সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কংগ্রেস নেতার গাড়ি লক্ষ্য করে বোমা, গুলি। বোমার আঘাতে গুরুতর জখম হন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা কাঞ্চন মণ্ডল। জখম  হন আরও এক দলীয় কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খয়রাসোল থানার পুলিস। তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- তৃণমূল নেতা খুনের জেরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে ভাঙচুর

জানা গেছে, খয়রাসোলে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের সভা সেরে বাড়ি ফিরছিলেন কাঞ্চন মণ্ডল। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। অভিযোগ সেই সময়ই তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। গুলিও চালানো হয়। জখম তৃণমূল নেতাকে বীরভূমের মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস ঘটনার তদন্তে নামলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

.