ডোমকলে টিকাকরণ কর্মসূচিতে 'বিশৃঙ্খলা', গ্রেফতার TMC কাউন্সিলর
অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর।
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের গ্রাসে বাংলা। খোদ মহকুমাশাসকের অফিসের চত্বরে টিকাকরণ ঘিরে চরম বিশৃঙ্খলা! মুর্শিদাবাদের ডোমকলে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল কাউন্সিলর প্রদীপ চাকিকে গ্রেফতার করল পুলিস। টিকারণের বাধা দেওয়াই শুধু নয়, তাঁর বিরুদ্ধে মহকুমাশাসককে প্রকাশ্যে অপমান করার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।
ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, গতকাল ডোমকলে মহকুমাশাসকের দফতরের টিকাকরণ কর্মসূচি চলছিল। ডোমকল পুর এলাকায় যাঁরা শ্রমিকদের কাজ করেন, তাঁদের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। মহকুমাশাসকের দাবি, সেসময় একটি তালিকা নিয়ে হাজির হন তৃণমূল কাউন্সিলর প্রদীপ চাকি। ওই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের ভ্যাকসিন দিতে বলেন। রাজি না হওয়ায় মহকুমাশাসককে, কাউন্সিলর অপমান করেন এবং টিকাকরণ চলকালীন বিশৃঙ্খলা তৈরিরও চেষ্টা করেন বলে অভিযোগ। এই মর্মে ডোমকল থানায় মহকুমাশাসক নিজেই অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস।
আরও পড়ুন: রাজনীতির উর্ধ্বে মানবতা, বর্ধমানে কোভিডে মৃত BJP কর্মীর বাবার সত্কার TMC-র
কয়েক মাস আগেও এমন পরিস্থিতি ছিল না। করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউ-র দাপটে রাজ্যের সর্বত্রই ভ্যাকসিনের চাহিদা তুঙ্গে। দিন কয়েক টিকা দেওয়ার সময়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালেও। অভিযোগ ওঠে যে, টিকার নেওয়ার জন্য ভিড়ে মানা হচ্ছে ন্যূনতম দূরত্ববিধি। ফলে টিকা নিয়ে এসে কার্যত করোনা নিয়ে ফিরছেন অনেকেই।