মত্স্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ
মঙ্গলবার সকালে গাজীর খাল এলাকায় কাঁকড়া ধরতে যান ঝড়খালির বাসিন্দা কুবীর রায়। নৌকার ওপর বসে নদীতে কাঁকড়া ধরছিলেন। হঠাত্ই বাঘের হামলা। সঙ্গী-সাথীদের সামনে মুহূর্তে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ।
নিজস্ব প্রতিবেদন: ভোরের আলো তখনও ফোটেনি। প্রতিদিনের মতো এদিনও সঙ্গীদের নিয়ে নৌকো নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। পেটের টানেই যেতে হয় তাঁকে। কাঁকড়া ধরার ওপরই যে নির্ভর করছে তাঁর পরিবারের দুবেলার অন্ন সংস্থান। নদীর জলের ওপর যখন ছিল তাঁর শ্যেন দৃষ্টি, তখন তাঁর ওপর নজর ছিল অন্য কারোর। সুন্দরবনে ফের এক মত্স্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ।
আরও পড়ুন: থেঁতলে গিয়েছে মাথার এক পাশ, জঙ্গলে উদ্ধার মহিলার নগ্ন দেহ
মঙ্গলবার সকালে গাজীর খাল এলাকায় কাঁকড়া ধরতে যান ঝড়খালির বাসিন্দা কুবীর রায়। নৌকার ওপর বসে নদীতে কাঁকড়া ধরছিলেন। হঠাত্ই বাঘের হামলা। সঙ্গী-সাথীদের সামনে মুহূর্তে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ। খবর পৌছতেই শোকের ছায়া ঝড়খালি কোস্টাল থানা এলাকার তিন নম্বর গ্রামে।
আরও পড়ুন: কুঁদঘাটের নিখোঁজ ৫ কিশোর-কিশোরীর তদন্তের প্রতিটি পরতে পরতে রহস্য!