বিপদসীমার ওপর দিয়ে বইছে দুই নদীর জল, শোচনীয় অবস্থা মালদার রতুয়া, ইংরেজবাজারে
ভাঙ্গন রোধে জেলা প্রশাসন ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: বিপদসীমার উপর দিয়ে বইছে মালদার ফুলহার ও মহানন্দা নদীর জল। একদিকে রতুয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে ফুলহার নদীতে। অন্যদিকে মহানন্দার জল বেড়ে ইংরেজবাজারের পাশাপাশি পুরাতন মালদার ৮,৯ ও ২০ নম্বর ওয়ার্ডে জলবন্দি হয়ে পড়েছেন কয়েকশো পরিবার।
ভাঙ্গন রোধে জেলা প্রশাসন ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। অন্যদিকে পুরাতন মালদার জলবন্দি মানুষদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ।
আপার ক্যাচমেন্ট ব্যাপক বৃষ্টিপাত। আর যার ফলে জল বাড়ছে মালদার প্রধান তিনটি নদীর। গঙ্গা কিছুটা স্বস্তি দিলেও বিপদসীমার ওপর দিয়ে বইছে ফুলহার ও মহানন্দা নদীর জল। জল বাড়ার সাথে সাথে রতুয়া বিলাইমারি এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে ফুলহার নদী তটে।
নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ফসলি জমি বাগান। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন রতুয়া র তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়।