পিক আপ দেবে পুরসভা, একশো শতাংশ হাজিরা পেতে ফিরহাদের একগুচ্ছ টোটকা

আড়াই মাস পর কাজে যোগ দিতে পেরে খুশি পুরকর্মীরা। সমস্যা যেটুকু ছিল, তাও নজর রাখছেন কর্তৃপক্ষ। দিনের শেষে স্বস্তি।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Jun 8, 2020, 05:44 PM IST
পিক আপ দেবে পুরসভা, একশো শতাংশ হাজিরা পেতে ফিরহাদের একগুচ্ছ টোটকা

নিজস্ব প্রতিবেদন: আজ থেকেই পুরোদমে কাজে যোগ দিয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু যাতায়াতের সমস্যা না মিটলে কাজ হবে কী করে? দিনভর এ নিয়েই সরগরম ছিল ছোট লালবাড়ির অন্দর। তা কানে পৌঁছয় প্রশাসক ফিরহাদ হাকিমেরও। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

পিকআপের ব্যবস্থা

অফিসে ১০০ শতাংশ হাজিরা মাস্ট। সার্কুলার জারির পরই অফিসমুখো পুরকর্মীরা। সরকারি বাসে ওঠার উপায় নেই। বেসরকারি বাস হাতে গোনা। অগত্যা গাঁটের কড়ি খরচ করে কেউ প্রাইভেট গাড়ি-কেউ বাইকে চেপে কেউ কাঁচরাপাড়া -চন্দননগর থেকে ছোট লালবাড়ি।  দূর থেকে আসা কর্মীদের জন্য তাই বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে। আগামিকাল থেকেই বিভিন্ন পিক আপ পয়েন্টে বাস পাবেন কর্মীরা। জানালেন পুরবোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম। কর্মীদের সুরক্ষার স্বার্থে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে। 

অফিসে সিটিং অ্যারেঞ্জমেন্ট

অফিস পৌঁছে আরেক সমস্যা। পুরনো দিনের বাড়ি। পাশাপাশি, গা ঘেঁষাঘেঁষি করে বসাই এতদিনের রীতি। সোশ্যাল ডিসট্যান্সিং মানা যাবে কী করে? এই সমস্যারও সমাধানের কথা জানিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ। অত্যাবশীয় পরিষেবার সঙ্গে যুক্ত পুরকর্মীদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যবিধির দিকে নজর রেখে আরও কয়েকটি পদক্ষেপ করছে কলকাতা পুরসভা।

আজ থেকে কী কী নতুন পদক্ষেপ কলকাতা পুরসভায়
শহরের বাইরে থাকা কর্মীদের জন্য নির্দিষ্ট পয়েন্টে পিক আপ পরিষেবা
সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে বসার ব্যবস্থার পুনর্বিন্যাস
আউটডোরে কর্মরত কর্মীদের আপাতত আউটডোর ডিউটিতেই রাখা
বিভিন্ন কাজে পুরসভায় আসা সাধারণ মানুষ থেকে কর্মীদের দূরত্ব বজায় রাখার বন্দোবস্ত

আড়াই মাস পর কাজে যোগ দিতে পেরে খুশি পুরকর্মীরা। সমস্যা যেটুকু ছিল, তাও নজর রাখছেন কর্তৃপক্ষ। দিনের শেষে স্বস্তি।

.